সিইউপিএসের পাশে থাকবে চবি

সিইউপিএসের পাশে থাকবে চবি

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সমৃদ্ধ করতে পারে। বিশ্ববিদ্যালয়ের সকল সৃজনশীল কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ের মতো পাশে থাকবে।’

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ‘চিটাগাং ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি-সিইউপিএস’র সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের এসব ইতিবাচক সংগঠন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সবসময় ভূমিকা রাখে। পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসের সৌন্দর্য দেশে-বিদেশে তুলে ধরছে সিইউপিএস। এ জন্য তিনি সিইউপিএসকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি সকল ইতিবাচক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে বলেও আশ্বাস দেন।

এ সময় সংগঠনের সদস্যরা উপাচার্যের হাতে উপহার স্বরূপ ক্যাম্পাসের সৌন্দর্যমণ্ডিত ছবি সম্বলিত ফ্রেম উপহার দেন। উপাচার্যের সাথে একান্ত সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, ‘সিইউপিএস’র সভাপতি মাইনুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক সাদমান শাহারিয়ার, সহ-সভাপতি রেজোয়ান হোসাইন রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সিফাত, পাবলিক রিলেশন এক্সিউটিভ মনিরুল হক, ভিডিও অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার জোবায়ের চৌধুরী, ইব্রাহিম ফুয়াদ, সাইমুম আরাফাত, মাইদুল ইসলাম মসি।favicon59

Sharing is caring!

Leave a Comment