জাতীয় বিতর্কে রানার্স আপ ড্যাফোডিল

জাতীয় বিতর্কে রানার্স আপ ড্যাফোডিল

  • নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি  ডিবেটিং ফোরাম ( বিএফডিএফ) আয়োজিত  চতুর্থ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৬ এ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব ( ডিআইইউ ডিসি)।  ‘গণতন্ত্র নয়, জঙ্গিবাদই বাংলাদেশের প্রধান সমস্যা’ বিষয়ক সংসদীয়  বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তীব্র প্রতিদ্বন্দিতা করে রানার্স আপ হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব ( ডিআইইউ ডিসি)। শনিবার (১৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  হাজী নজরুল ইসলাম মিলনায়তনে চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডীন  শীবলি সাদিক। বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, বিএফডিএফের উপদেষ্টা  ড. রুকসানা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফডিএফের সিনিয়র কার্যনির্বাহী সদস্য  নাফিউল হক জিসান।

‘ভেসে যাক পাশবিকতা, আসুক মানবিক মুক্তির দিন’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে শুক্রবার এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। favicon59

Sharing is caring!

Leave a Comment