ড্যাফোডিল শিক্ষার্থীদের ‘মানবাধিকার দিবস’ উদযাপন

ড্যাফোডিল শিক্ষার্থীদের ‘মানবাধিকার দিবস’ উদযাপন

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উদযাপিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৬। জাতিসংঘ তথ্য কেন্দ্র ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ‘আজ মানুষের অধিকারের পাশে দাঁড়ান’ শীর্ষক সেমিনার, স্ব -রচিত কবিতা পাঠের আসর ও ‘গাহি সাম্যের গান’ শীর্ষক গীতিনাট্য।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করে শোনান জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান।

অনুষ্ঠানে দেশ বরেণ্য কবি মোহাম্মদ সামাদ, রুবি রহমান, শিহাব সরকার ও মাহাবুব পারভেজ তাদের মানবাধিকার সম্পর্কিত কবিতা পাঠ করে শোনান। শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘ড্যাফোডিল অল স্টার’ এর  পরিবেশনায় মানবাধিকার সম্পর্কিত ‘গাহি সাম্যের গান’ শীর্ষক গীতিনাট্য উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে দেশের জন্ম, সে দেশে মানবাধিকারের গুরুত্ব সবচেয়ে বেশী এবং মানবাধিকার বিষয়টি বাংলাদেশ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব মানবাধিকার লংঘনের এক দুঃসময় অতিক্রম করছে এবং বাংলাদেশেও বিভিন্ন মানবাধিকার লংঘিত হচ্ছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে রাষ্ট্রকেই মূখ্য ভূমিকা পালন করতে হবে, সেই সাথে দেশের সুশীল সমাজকেও এ কাজে এগিয়ে আসতে হবে  এবং মানবাকিার লংঘেনের বিরুদ্ধে জোর প্রতিবাদ গড়ে তুলতে হবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment