সচেতনতাই রুখতে পারে জরায়ু মুখ ক্যান্সার

সচেতনতাই রুখতে পারে জরায়ু মুখ ক্যান্সার

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বাংলাদেশে প্রতি বছর জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ১৭ হাজার ৬৮৮ জন নারী এবং প্রতিদিন গড়ে ১৮ জন নারী এই রোগে মুত্যুবরণ করছেন। একমাত্র সচেতনতাই পারে এ রোগ থেকে মুক্তিদিতে।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র জনস্বাস্থ্য বিভাগ  এবং চাইল্ড অ্যান্ড মাদার কেয়ারের প্রজায়িনী প্রকল্পের যৌথ উদ্যোগে গত শনিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে “জরায়ু মুখ ক্যান্সার সচেতনতা কার্যক্রম” শীর্ষক এ সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র জনস্বাস্থ্য বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. শাজাহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ কেরামত আলী।

সেমিনারে জরায়ু মুখ ক্যান্সারের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. বদরুল হক। চাইল্ড অ্যান্ড মাদার কেয়ারের প্রজায়িনী প্রকল্পের পরিচালক আইনুন মেমীর উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন আইসিডিডিআরবি’র গবেষণা কর্মকর্তা ডা. ইহসানুল হক ও চাইল্ড অ্যান্ড মাদার কেয়ারের সাধারণ সম্পাদক মো. আখলাকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ কেরামত আলী বলেন, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সর্বদা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য বদ্ধ পরিকর। সে লক্ষ্যে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চিকিৎসা কেন্দ্রও চালু করা হয়েছে।’ তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ এবং দীর্ঘায়ু নিশ্চিত করতে স্বাস্থ্য বিধিসমূহ যথাযথ ভাবে মেনে চলতে এবং শৃংখলা ও নিয়মানুবর্তিতা অনুসরণের উপদেশ দেন।favicon59

Sharing is caring!

Leave a Comment