যেতে হবে খেলার মাঠে, মিশতে হবে মানুষের সঙ্গে

যেতে হবে খেলার মাঠে, মিশতে হবে মানুষের সঙ্গে

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষার্থীদের শুধু কম্পিউটার আর মোবাইল নিয়ে পড়ে থাকলেই চলবে না, তাদেরকে খেলার মাঠে যেতে হবে, মিশতে হবে মানুষের সাথে, তাহলেই মেধা বিকাশ হবে। রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভিার্সিতে অনুষ্ঠিত জঙ্গিবাদ বিরোধী মত বিনিময় সভায়  এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।

আজ মঙ্গলবার (২৩  আগস্ট) বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ‘যে সমস্ত যুবক জঙ্গিবাদে জড়াচ্ছেন তারা কি একবারও নিজের বাবা-মা ও ভাইবোনদের  কথা চিন্তা  করেন না? বাবা-মাকে অশান্তিতে রেখে কেউ কি বেহেস্তে যেতে পারে?’

এ সময় তিনি জঙ্গিবাদ মোকাবেলায় শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম বলেন, ‘একটি মানব শিশু জন্মের পর থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মতো মানুষ হয়। এটাকেই জিহাদ বলে। জিহাদ কোনো মানুষ খুন নয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদী তৎপরতা নেই এবং ভবিষ্যৎও থাকবে না।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ও ডাইরেক্টরেট অব স্টুডেন্ট এফেয়ার্সের (ডিএসএ) সহযোগিতায় আয়োজিত এ মতবিনিময় সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ২৪টি ক্লাবের সদস্যরাও অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিপ্লব কুমার সরকার, মুহাম্মাদ হাবিবুন নবি আনিছুর রশিদ, সাত্যকি কবিরাজ ঝলুন ও জি জি বিশ্বাসের হাতে বিশেষ সম্মননা স্মারক তুলে দেওয়া হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার মুহাম্মাদ হাবিবুন নবি আনিছুর রশিদ, সহকারী পুলিশ কমিশনার সাত্যকি কবিরাজ ঝলুন এবং শেরেবাংলা নগর থানার ওসি জি জি বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, ট্রেজারার হামিদুল হক খান,  স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং প্রশাসন বিভাগের রিচালক মো ইমরান হোসেন।favicon59

Sharing is caring!

Leave a Comment