ড্যাফোডিলে ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ড্যাফোডিলে ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের আয়োজনে ‘এক্সটার্নাল পির রিভিওয়ার প্রদত্ত রির্পোটের আলোকে ভবিষ্যতে করণীয় ও দিকনির্দেশনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৭ সেপ্টেম্বর)বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে আটটি বিভাগের ই. পি. আর রির্পোট আনুযায়ী ভবিষ্যতে উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রেক্ষিতে নানা বিষয়ে আলোচনা করা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম।

কর্মশালায় জানানো হয় যে, এক্সটার্নাল পীর রিভিওয়ারগণ এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং কার্যক্রম সঠিক পদ্ধতি অনুসরণ করেই হচ্ছে বলে মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ. কে. এম ফজলুল হক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ. এম. এম. হামিদুর রহমান, পরিচালক প্রশাসন মোহাম্মদ ইমরান হোসেন, এবং বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উধ্বর্তন সহকারী পরিচালক (গবেষণা) এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের ব্যবস্থাপক নাফিজ ইমতিয়াজ ইসলাম। এতে সম্মিলিতভাবে মান উন্নয়নের জন্য প্রত্যেকটি বিভাগে পরিকল্পনা প্রস্তুতিতে সাহায্য করার জন্য ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল থেকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার জন্য চার বছর মেয়াদী  উন্নয়ন পরিকল্পনা প্রতিটি বিভাগ কর্তৃক আগামী ১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য বলা হয় এবং আন্তর্জাতিক এক্রিডিটেশন ও র‌্যাংকিংয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।favicon59-4

Sharing is caring!

Leave a Comment