চবিতে প্রতি আসনে লড়বে ৫১ জন

চবিতে প্রতি আসনে লড়বে ৫১ জন

  • ক্যাম্পাস ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৫১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার দুপুরে ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) এসএম আকবর হোছাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এবছর ভর্তি পরীক্ষায় সব ইউনিটে সর্বমোট ৪ হাজার ৭৯১ আসনের বিপরীতে ২ লাখ ৪৪ হাজার ৭৭৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করে। ২৫টি ইউনিটের মধ্যে `এ` ইউনিটে (বিজ্ঞান অনুষদ) সর্বোচ্চ সংখ্যক ৩২ হাজার ৭৭৩টি আবেদন জমা পড়ে। গত ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটক মোবাইলের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করেন। তিনি আরো বলেন, এবছর রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ে। যা চবির ইতিহাসে সর্বোচ্চ।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সাধারণ ৮০টি আসন, মুক্তিযোদ্ধা কোটায় ৫৩টি আসন, পেশাদার খেলোয়াড় কোটায় ৫টি আসন বরাদ্দসহ মোট ১৩৮টি আসন বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cu.ac.bd) থেকে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment