নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত

নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

‘শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার ( ০৫অক্টোবর ) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস- ২০১৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা তাদের প্রিয় শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে, পছন্দের উপহার সামগ্রী প্রদান করে, তাদের খোঁজ খবর নেয়, কুশল বিনিময় করে  এবং মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তাদের সঙ্গে ছবি তুলে রাখে। পরে  বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ছাত্র-শিক্ষকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম বলেন, শিক্ষার্থীদের অনুপ্রেরণার সর্বোচ্চ শিখরে  শিক্ষকদের  অবস্থান। শিক্ষকদের এ মহান পেশাগত দায়িত্ব প্রতিটি শিক্ষার্থী ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ন। আজকের এই দিনে আমাদের শিক্ষকদের যথাযথ স্বীকৃতি এবং  এবং আমাদের জীবন গঠন ও উন্নয়নে তাদের অবদান মূল্যায়িত হওয়া উচিত।

উল্লেখ্য, শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর সদস্যভূক্ত প্রতিটি দেশে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করে আসছে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment