আসন বাড়ছে না জাবিতে

আসন বাড়ছে না জাবিতে

  • ক্যাম্পাস ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর আসন সংখ্যা ছিল ১ হাজার ৯৯০ টি। এবারও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সিট সংখ্যা বাড়ানোর কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও  ভর্তি কমিটির সচিব মোহাম্মদ আলী।

জানা গেছে জাবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা রয়েছে ৪৫০ টি( ছেলেদের জন্য ২৭০, মেয়েদের জন্য ১৮০)। সমাজবিজ্ঞান অনুষদে আসন ৩৫৫ টি(ছেলেদের জন্য ২০৩, মেয়েদের জন্য ১৫২)। কলা ও মানবিক অনুষদে আসন ৪৬৫ টি(ছেলেদের জন্য ২৬০, মেয়েদের জন্য ২০৫ টি। জীববিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ৩৬৫ টি, এর মধ্যে ছেলেদের জন্য ২১২, মেয়েদের জন্য ১৫৩)।

এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদে মোট আসন ২০০ টি ( ছেলেদের জন্য ১১২, মেয়েদের জন্য ৮৮)। আইন অনুষদে মোট সিট সংখ্যা ৫৫ টি(ছেলেদের জন্য ৩১, মেয়েদের জন্য ২৪)। আইবিএ-জেইউ অনুষদে মোট সিট সংখ্যা ৫০ টি(ছেলেদের জন্য ২৯, মেয়েদের জন্য ২১)।আইআইটিতে মোট সিট সংখ্যা ৫০টি( ছেলেদের জন্য ২৭, মেয়েদের জন্য ২৩)।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের আসন সংখ্যা ছেলেদের জন্য ৬০ ভাগ ও মেয়েদের জন্য ৪০ ভাগ হিসেবে বরাদ্দ দেওয়া হয়। favicon59-4

Sharing is caring!

Leave a Comment