ড্যাফোডিল  বিশ্ববিদ্যালয়ে ‘চেইঞ্জ টুগেদার’ শুরু

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘চেইঞ্জ টুগেদার’ শুরু

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সুস্থ দেহ ও সুন্দর জীবন গঠনে শরীর চর্চ্চা, প্যারেড এবং ক্রীড়া মনোভাবকে উৎসাহিত করতে এবং শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের শারীরিক, মানসিক ও সামাজিক উপযুক্ততা নিশ্চিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চালু করেছে ‘চেইঞ্জ টুগেদার’ কর্মসূচী। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচীর উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউট্রশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. বেলাল হোসেন ও পরিবেশ বিজ্ঞান ও দূযোর্গ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. এ বি এম কামাল পাশা।

প্রধান অতিথির বক্তব্যে মো. সবুর খান বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার এক ঘেয়েঁমি এবং শারিরিক ও মানসিক অবসাদ দূর করতে ও প্রাণোচ্ছল কর্ম উদ্দীপনা সৃষ্টিতে শারীরিক উদ্যম ও মানসিক শক্তি অত্যাবশ্যকীয়। তিনি বলেন, কারো একার পক্ষে সমাজের পরিবর্তন সম্ভব নয়। আমরা সম্মিলিতভাবে সমাজের পরিবর্তন ঘটাতে চাই, সেজন্য প্রথমে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও শারীরিক সুস্থতা দরকার আর এ কর্মসূচী হচ্ছে এ সম্মিলিত প্রয়াসের প্রথম ধাপ। তিনি আরো বলেন, আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার অনেক ধরনের উপায় ও যন্ত্রপাতি রয়েছে, কিন্তু  এ বিষয়ে সর্বোপরি প্রয়োজন একটি সুষ্ঠু পরিকল্পনা।চেঞ্জ টুগেদার এমনই একটি কর্মসূচী যা আমাদেরকে সমৃদ্ধশালী ভবিষ্যত গড়ে তুলতে প্রণোদিত ও উজ্জীবিত রাখবে।

দেশপ্রেমের চেতনাকে বুকে ধারন করে ঊজ্জ্বল ভবিষ্যত গঠনের দৃঢ় প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সকালে এ কর্মসূচী শুরু হয়। পরে সবার অংশগ্রণে এরোবেটিক ব্যায়মের মাধ্যমে এ কর্মসূচী শেষ হয়। অনুষ্ঠানে কার্ডিও কেয়ার বিশেষায়িত হাসপাতাল বিনামূল্যে শিক্ষার্থী ও শিক্ষকদের রক্তচাপ, ব্লাড গ্রুপিং, ওজন ও উচ্চতা পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment