জাবি ও সিগনিওয়া ভ্যালি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি
- ক্যাম্পাস ডেস্ক
তথ্য প্রযুক্তির আদান প্রদান ও অনুষদ ভিত্তিক যোগাযোগ ও উচ্চ শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পারস্পারিক সহযোগীতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের সিগনিওয়া ভ্যালি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জনানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।
অন্যদিকে সিগনিওয়া ভ্যালি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন আন্তজার্তিক উচ্চ শিক্ষা বিষয়ক সহযোগী প্রাধ্যক্ষ মার্ক পার্টজ। এসময় জাবি ভিসি ড. ফারজানা ইসলামসহ সিগনিওয়া ভ্যালী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. মোহাম্মদ কামরুল আহসান ও সিগনিওয়া ভ্যালি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ড. ব্রিয়ান থমাস এই সমঝোতা চুক্তি সংশ্লিষ্ট কার্যক্রম গুলো পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।