রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের জন্য লড়বেন ৫০ জন
- ক্যাম্পাস ডেস্ক
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫০ জন শিক্ষার্থী।
গতকাল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
এই কর্মকর্তা আরও জানান, আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ছয়টি ইউনিটের ২১টি বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোটা বাদে মোট ১ হাজার ২৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬১ হাজার ৫৭৭ জন। এতে করে প্রতি আসনে লড়বে ৫০ জন শিক্ষার্থী।
গত ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করেন শিক্ষার্থীরা। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৩ হাজার ২৯৬, ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৯৪৫, ‘সি’ ইউনিটে ৮ হাজার ৯৩ , ‘ডি’ ইউনিটে ১০ হাজার ৪১৮, ‘ই’ ইউনিটে ৮ হাজার ২৭৫, ‘এফ’ ইউনিটে ৫ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী আবেদন করেন।