‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইনজীবীদের সীমাবদ্ধতা’
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও আইন বিভাগের যৌথ আয়োজনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইনজীবীদের সীমাবদ্ধতা’ শীর্ষক একটি ই-মাস্টার ক্লাস ৩১ অক্টোবর ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে অুনষ্ঠিত এ মাস্টার ক্লাস পরিচালনা করেন রোমানিয়ার দানুবিয়াস ইউনিভার্সিটি অব গালাতির রেক্টর ড. অ্যান্ডি পুসকা। এসময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক সৈয়দ রায়হান-উল-ইসলাম এবং আইন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
অ্যান্ডি পুসকা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের সাহায্য ছাড়াই তথ্য পর্যালোচনা করে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে আর নিজের ভুল থেকে শিখে ভবিষ্যতে আরও নিখুঁতভাবে যে কোনো কাজ সম্পন্ন করতে পারে। বর্তমানে আইন পেশাতেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শুরু হয়েছে। এতে আইনজীবির কাজ অনেক সহজ ও সাশ্রয়ী হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কীভাবে আইনের ধারা, যুক্তি ও উপলব্ধি শেখা যায় সেসব বিষয় নিয়েও বলেন অ্যান্ডি পুসকা। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে হবে এবং প্রয়োগ সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। তা না হলে ক্যারিয়ার জীবনে তারা খুব বেশি দূর অগ্রসর হতে পারবে না।