‘ওয়ার্কিং অ্যাক্রস বডার্স’ প্রজেক্টে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭ শিক্ষার্থী ও ২জন শিক্ষক বেলজিয়ামের ইউসি লভেন লিসবার্গ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ওয়ার্কিং অ্যাক্রস বডার্স’ প্রজেক্টে যোগ দিতে যাচ্ছেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই প্রকল্পে সারা বিশ্ব থেকে শিক্ষার্থীরা অংশ নেবেন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ভিত্তিতে ব্যবসায়িক সমস্যার সমাধান খুঁজে বের করবেন। প্রকল্পটিতে কানাডা, হল্যান্ড, স্লভেনিয়া, ইতালি, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, জার্মানি, রাশিয়া, বেলজিয়াম, ইকুয়েডর ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
প্রকল্পটিতে সফলভাবে অংশগ্রহণের পর শিক্ষার্থীরা একটি আন্তর্জাতিক ই-সার্টিফিকেট পাবেন। এছাড়া ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একাডেমিক ক্রেডিট পাবেন যা তাদের একাডেমিক কোর্সের সঙ্গে যুক্ত হবে।
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের আন্তর্জাতিক অঙ্গনের শিক্ষণপ্রক্রিয়া অব্যাহত রাখতে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত রয়েছে।