ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে বাংলাদেশে আবারও শীর্ষে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে বাংলাদেশে আবারও শীর্ষে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

  • ক্যাম্পাস ডেস্ক

ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২০-এ ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি বাংলাদেশে আবারো  শীর্ষস্থান অর্জন করেছে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান অর্জন করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ৭ ডিসেম্বর ২০২০ এ র‌্যাংকিং প্রকাশিত হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও আন্তর্জাতিকমানের শিক্ষা নিশ্চিতকরণে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অব্যাহত প্রচেষ্টার কারণে এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন শিক্ষার্থী, সমাজ ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

র‌্যাংকিংয়ে বলা হয়েছে, সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ১৮১তম, যেখানে প্রথম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। ছয়টি মানদণ্ডের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রস্তুত করা হয়। মানদণ্ডগুলো হচ্ছে: অবকাঠামো (১৫%), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১%), আবর্জনা (১৮%), পানি (১০%), পরিবহন (১৮%) এবং শিক্ষা (১৮%)।

পরিবেশ রক্ষা ও টেকসই লক্ষমাত্রা অর্জনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও কার্যক্রম বিবেচনায় নিয়ে এ র‌্যাংকিং তৈরি করা হয়। এইসব ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ, স্থাপত্য বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পাবলিক হেলথ বিভাগ বিশেষ অবদান রাখছে।

এ বছর সারা বিশ্ব থেকে ৯১২টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে গ্রিনমেট্রিক র‌্যাংকিংয়ে। র‌্যাংকিংয়ের পুরো তালিকা দেখা যাবে এই লিংকে : http://greenmetric.ui.ac.id/overall-rankings-2020/.

উল্লেখ্য, সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২১ এ সম্মানজনক অবস্থান অর্জন করেছে।

Sharing is caring!

Leave a Comment