দক্ষতা উন্নয়নে ডিআইইউ-ডিসিসিআই সমঝোতা স্মারক স্বাক্ষর

দক্ষতা উন্নয়নে ডিআইইউ-ডিসিসিআই সমঝোতা স্মারক স্বাক্ষর

  • ক্যাম্পাস ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের আয়োজনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সমঝোতা স্মারক আজ সোমবার (২৮ ডেসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শামস মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  প্রতিষ্টাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ট্রেজারার মোহাম্মদ মুমিনুল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক, ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি আফসারুল আরেফিন, সেক্রেটারি মো. জয়নাল আবেদীন প্রমুখ।

সমঝোতা অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন সভা, সেমিনার, কনফারেন্স, প্রশিক্ষণ, কর্মশালা, চাকরি মেলা, গবেষণা কার্যক্রম, জরিপ, শর্ট কোর্স ইত্যাদির অয়োজন করবে। এতে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে। ডিসিসিআই যেসব সার্টিফিকেট কোর্স পরিচালনা করবে, সেখানে ১০ শতাংশ কোর্স ফি শেয়ার করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অপরদিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় যেসব সার্টিফিকেট কোর্স পরিচালনা করবে, সেখানে ১০ শতাংশ কোর্স ফি শেয়ার করবে ডিসিসিআই। এছাড়াও কোর্স উপকরণ, প্রশিক্ষক, ভেন্যু, ক্লাসরুম ইত্যাদি সরবরাহ করবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, এই সমঝোতার ফলে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটি সেতুবন্ধ তৈরি হলো। এতে শিক্ষার্থীরা হাতে কলমে এমন কিছু শিখতে পারেব যা আসলে শ্রেণিকক্ষে শেখা সম্ভব নয়। অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গেও বিশ্ববিদ্যালয়গুলোর এ ধরনের সমঝোতা আরও বেশি বেশি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

অপরদিকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শামস মাহমুদ বলেন, এই সমঝোতা একটি মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে ব্যবসায় সংক্রান্ত গবেষণার পরিধি অনেক বৃদ্ধি পাবে। এছাড়া ড্যাফোডিল বিশ্ববিদ্যলয়ের কাছ থেকে তথ্য প্রযুক্তির ব্যবহার ও ই-লার্নিং সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন ডিসিসিআইয়ের কর্মীরা।

Sharing is caring!

Leave a Comment