ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘আইপিইএস ২০২১’
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্চ ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের (এইচআরডিআই) আয়োজনে আগামী ১৫ ও ১৬ মার্চ ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফিজিটাল এডুকেশন সামিট-আইপিইএস ২০২১’। এটি একটি টিচিং লার্নিং কনফারেন্স প্রোগ্রাম, যেখানে বিভিন্ন দেশের শিক্ষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকরা কোভিড পরবর্তী সময়ের শিক্ষাব্যবস্থা ও পদ্ধতি নিয়ে আলোচনা-পর্যালোচনা ও অভিজ্ঞতা বিনিময় করবেন। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে রয়েছে ইনোভেটিভ টিচিং লার্নিং প্যাকটিসেস, অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের অভিমত ও প্রত্যাশা, বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল ডিসকাশন ও কর্মশালা ইত্যাদি। করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে এ সামিট বাংলাদেশে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আয়োজকরা আশা করেন। দুই দিনব্যাপী এ সামিট জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি আয়োজন করা হবে এবং ক্যাম্পাস টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এ ধরনের সামিট কোভিড পরবর্তী নতুন স্বাভাবিক সময়ের শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণ ও যুগপোযোগী করতে সহায়তা করবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি বিশেষ অতিথি হিসেবে এ সামিটের উদ্বোধন করবেন বলে আয়োজকরা জানান।
আজ রোববার (৭ মার্চ) ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার। মিট দ্য প্রেসে সভাপতিত্ব করেন আইপিইএস ২০২১-এর আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেনডেড লার্নিং সেন্টারের পরিচালক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান এবং এইচআরডিআইয়ের উপ-পরিচালক এজাজ-উর-রহমান।