জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ড্যাফোডিল পরিবারের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের এক প্রতিনিধি দল গত ১২ জুন ২০২১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ড নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানকে অবহিত করেন। উপাচার্য গুনগত শিক্ষার মান নিশ্চিতকরণে এবং মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ড্যাফোডিল পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং ২০২১ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমবিএ পরীক্ষায় শীর্ষ দশটি স্থান অর্জন করায় ড্যাফোডিল পরিবারকে ধন্যবাদ জানান। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যানাল কলেজ চাঁদপুরের অধ্যক্ষ মোহাম্মদ জামশেদুর রহমান, ইমিনেন্স কলেজ এর নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস, বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল।