স্টাডি ওয়ার্ক সহযোগিতা বিষয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ডিসিএল-এর মধ্যে সমঝোতা
- ক্যাম্পাস ডেস্ক
শিক্ষার্থীদের জন্য ‘স্টাডি ওয়ার্ক প্রোগ্রাম’ নিয়ে যৌথভাবে কাজ করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড (ডিসিএল)। আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. আলী ইমরান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র একাডেমিক কাউন্সেলর সায়েদুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চুক্তি অনুযায়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ই-বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি ‘ট্রেইনি ডিজিটাল মার্কেটিং অফিসার’ হিসেবে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডে কাজ করার সুযোগ পাবেন। এটি হবে ৮ মাসের একটি দীর্ঘ মেয়াদী প্রোগ্রাম। প্রথম ২ মাস শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে ট্রেনিং গ্রহণ করবেন। পরবর্তী ৬ মাস তারা হাতে কলমে কাজ শিখবেন। সফলভাবে প্রোগ্রাম শেষ করার পর শিক্ষার্থীরা ডিসিএল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে সনদ পাবেন। যেসব শিক্ষার্থী ডিসিএল-এ সফলভাবে অবদান রাখতে পারবেন তাদেরকে ডিসিএল আর্থিক সম্মানী প্রদান করবে। সম্মানীর পরিমাণ নির্ধারণ করবে ডিসিএল কর্তৃপক্ষ।