রোবট ডিজাইন কর্মশালা
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল রোবটিক্স ল্যাবে গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী রোবট ডিজাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি রোবট নকশার আসর-২০২১ এর বিজয়ী দলের (টিম নেপচুন, ডিআইইউ সোলজারস ও মেকা মাইন্ড) সদস্যরা পরিচালনা করেন। দিনব্যাপী এ কর্মশালায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ৬০জন শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সলিডওয়ার্কস সফটওয়্যার ব্যবহার করে কীভাবে রোবট ডিজাইন করতে হয় তা হাতে কলমে শিখতে পেরেছেন। ডিজাইন শেষে থ্রিডি প্রিন্টারে প্রিন্ট করার প্রক্রিয়াও শেখানো হয় এই কর্মশালায়।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ, সহকারী বিভাগীয় প্রধান কৌশিক সরকার এবং মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার এই কর্মশলায় শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ড্যাফোডিল রোবটিক্স ল্যাবের ইনচার্জ মো. হাফিজুল ইমরান বলেন, এই কর্মশালার প্রধান উদেশ্য ছিল শিক্ষার্থীরা যাতে বাণিজ্যিক রোবট তৈরিতে সক্ষমতা অর্জন করে।