ড্যাফোডিলে জরিপের ফলাফল মূল্যায়ন কর্মশালা

ড্যাফোডিলে জরিপের ফলাফল মূল্যায়ন কর্মশালা

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আওতায় পরিচালিত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এ উপলক্ষ্যে গত শনিবার ডিআইইউর সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে জরিপের ফলাফল মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ মিজানুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক ড. নাজমুন নাহার ও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা বিষয়ক ইনস্টিটিউট এর অধ্যাপক ড. মাহবুব আহসান খান এবং ডিআইইউর আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী। জরিপের ফলাফল উপস্থাপন করেন বিভাগের শিক্ষক ড. শাহ্ মো. নিস্তার জাহান কবির।

বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা  ও  দেশের বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ সময় ব্যাপি এই জরিপ করা হয়। জরিপের ফলাফলটিতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ বিষয়ে তাদের প্রতিক্রিয়া দেখানো হয়। এছাড়াও ফলাফলে উঠে এসেছে কোন বিষয়টি বিভাগের শক্তি আর কোন বিষয়টিকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।favicon59

Sharing is caring!

Leave a Comment