ফ্রিল্যান্সার তৈরিতে একজোট তারা
- ফ্রিল্যান্সার্স ডেস্ক
দেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে একসঙ্গে কাজ করবে মোবাইল অপারেটর রবি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। গতকাল মঙ্গলাবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। এখন কোডার্সট্রাস্টের অনলাইন কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীরা ইন্টারনেট মডেম, ইন্টারনেট ডেটা বিনা মূল্যে পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ ও কোডার্সট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী। কোডার্সট্রাস্ট বাংলাদেশ ২০১৪ সালে শুরু হয়। তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বনানী, মিরপুর ও ধানমন্ডিতে তিনটি ক্যাম্পাস রয়েছে কোডার্সট্রাস্টের। এ ছাড়া অনলাইনের মাধ্যমেও বিভিন্ন কোর্স করা যায়।
আতাউল গনি ওসমানী বলেন, প্রশিক্ষণার্থীরা কোডার্সট্রাস্টের অনলাইন কোর্স করলে সুবিধা পাচ্ছেন। দেশে অনলাইন প্রশিক্ষণ জনপ্রিয় হচ্ছে। অনলাইন প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন। এ জন্য রবি এগিয়ে এসেছে। ভবিষ্যতে আরও নতুন সুবিধা আসবে। বিস্তারিত www.codesrtrustbd.com ঠিকানায় জানা যাবে।