সব উপজেলায় জনবল নিয়োগ দেবে নির্বাচন কমিশন

সব উপজেলায় জনবল নিয়োগ দেবে নির্বাচন কমিশন

ক্যারিয়ার ডেস্ক : নির্বাচন কমিশন সচিবালয় বাংলাদেশের সব উপজেলা বা থানায় জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত কার্যাবলি সম্পাদনের জন্য ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেবে। পদটিতে আবেদন করা যাবে ২২ জানুয়ারি পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের সরকার অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আইটিসি বা কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে।

অভিজ্ঞতা

আবেদনকারীদের যেকোনো সরকারি প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর কাজে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি ইংরেজিতে ৪০ ও বাংলায় ৩০ শব্দ হতে হবে।

বয়স

পদটিতে আবেদনের জন্য বয়স ২২ জানুয়ারি-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্তরা পদটির জন্য বেতন পাবেন মাসিক ১৩ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা নিজ অঞ্চল থেকে আউটসোর্সিং পদ্ধতিতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২২ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন

সব উপজেলায় জনবল নিয়োগ দেবে নির্বাচন কমিশন
সব উপজেলায় জনবল নিয়োগ দেবে নির্বাচন কমিশন

favicon5

Sharing is caring!

Leave a Comment