পানি উন্নয়ন বোর্ডে চাকরি

পানি উন্নয়ন বোর্ডে চাকরি

ক্যারিয়ার ডেস্ক : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আকর্ষণীয় বেতনে ৩৩ জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল, পানিসম্পদ, কৃষিকৌশল বিষয়ে স্নাতক অথবা উল্লেখিত বিষয়ে ‘অ্যাসোসিয়েট মেম্বার অব দি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স’-এর সেকশন ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

অতিরিক্ত যোগ্যতা

প্রার্থীদের মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বয়স

৩১ মার্চ -২০১৬ তারিখে আবেদনের জন্য নির্ধারিত বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধা সন্তানের ছেলেমেয়ের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন ও ভাতা

জাতীয় বেতনক্রম ২০১৫ অনুযায়ী পদটিতে বেতন দেওয়া হবে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে পারবেন ‘পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, রহমান চেম্বার (১০ম তলা), ১২-১৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০’ ঠিকানায়। আবেদনপত্র সংগ্রহ করা হবে ৩০ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : দৈনিক সমকাল, ১ মার্চ, ২০১৬।

পানি উন্নয়ন বোর্ডে চাকরি
পানি উন্নয়ন বোর্ডে চাকরি

favicon594

Sharing is caring!

Leave a Comment