বাংলাদেশ বিমান নেবে ‘ফার্স্ট অফিসার’

বাংলাদেশ বিমান নেবে ‘ফার্স্ট অফিসার’

  • ক্যারিয়ার প্রতিবেদক

বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান আকর্ষণীয় পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির বোয়িং ৭৩৭৮০০ বিমানের জন্যফার্স্ট অফিসারপদে নিয়োগ দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা

ন্যূনতম বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি অথবা লেভেল পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই গণিত পদার্থবিদ্যা নিয়ে এইচএসসি পাস করতে হবে। আবেদনের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ .০০ (.০০এর মধ্যে) অথবা .৫০ (.০০এর মধ্যে) থাকতে হবে। ছাড়া প্রার্থীদের সিএএবি অনুমোদিত বাণিজ্যিক পাইলট সার্টিফিকেটধারী এবং ন্যূনতম এক হাজার ঘণ্টা বিমান চালনার অভিজ্ঞতা থাকতে হবে

অন্যান্য যোগ্যতা

অনূর্ধ্ব৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের ইংরেজিতে আইসিএও লেভেল দক্ষতা থাকতে হবে। ছাড়া সিএএবি অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক প্রথম শ্রেণির চিকিৎসাসনদ থাকতে হবে

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেনসুদীপ কুমার চক্রবর্তী, ম্যানেজার এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ বিমান এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা১২২৯ঠিকানায়। আবেদন করা যাবে ১০ মে২০১৬ তারিখ পর্যন্ত

বিস্তারিত জানতে বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুনfavicon59

Sharing is caring!

Leave a Comment