হতে চাইলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল

হতে চাইলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল

  • ক্যারিয়ার ডেস্ক

সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্প ব্যবস্থাপক, পরিচালকদের দক্ষতা বৃদ্ধি ও উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে আগামী ৪ নভেম্বর ২০১৬ থেকে দৃক আইসিটি’র সহযোগী প্রতিষ্ঠান মাতৃক ইন্সটিটিউটে শুরু হচ্ছে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিপারেশন’ (পিএমপি) কোর্সের পরবর্তী ব্যাচ।

how-to-become-a-freelance-writer-580x385পিএমপি সার্টিফিকেশন নতুন চাকরি, বর্তমান কর্মক্ষেত্রে পদোন্নতি অথবা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্বজুড়ে চাকরীদাতা এবং উদ্যোক্তাদের নিকট সর্বাধিক চাহিদা সম্পন্ন প্রফেশনাল ডিগ্রিগুলোর মধ্যে শীর্ষস্থানীয়। যেকোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী, চিকিত্সক, ব্যাংক কর্মকর্তা, মানবসম্পদ ও হিসাবরক্ষণ কর্মকর্তাসহ যেকোনো প্রকল্পব্যবস্থাপক বা প্রকল্পপরিচালকগণের জন্যই পিএমপি বিশেষ দরকারি সার্টিফিকেশন কোর্স। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালদের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের ব্যাপক সুযোগ রয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলো সময় ও চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে আলাদা প্রকল্প ব্যবস্থাপনা অফিস বা পিএমও বিভাগ তৈরি করছে যেখানে পিএমআই, ইউএসএ সনদপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালগণ কর্মরত আছেন।

৩৫ ঘন্টার মাসব্যাপী এই কোর্সটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (পিএমআই)-ইউএসএ কর্তৃক প্রদত্ত ‘পিএমপি’ সার্টিফিকেশনের জন্য বাধ্যতামূলক। কোর্সে অংশগ্রহণকারীগণ প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট, প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রজেক্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, ইত্যাদি বিষয়ে মাতৃক ইন্সটিটিউটের এই কোর্স থেকে জ্ঞান লাভ করতে পারেন।

এ ছাড়াও অংশগ্রহণরীদের পিএমপি এডুকেশন সার্টিফিকেটের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন প্রক্রিয়া এবং পাশের জন্য করণীয় সম্পর্কে সবরকম সহযোগিতা করে থাকে মাতৃক ইন্সটিটিউট।

সীমিত সংখ্যক আসন নিয়ে আগামী ৪ নভেম্বর ২০১৬ থেকে শুরু হতে যাওয়া পরবর্তী কোর্সের রেজিস্ট্রেশন ও কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য  ০১৭৩০৪৪৪৭৬৬ নাম্বার থেকে জানা যাবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (পিএমআই)-এর বাংলাদেশেও একটি চ্যাপ্টার কার্যালয় রয়েছে যা ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িতে অবস্থিত।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment