বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে ইউসেপ বাংলাদেশ

বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে ইউসেপ বাংলাদেশ

  • ক্যারিয়ার ডেস্ক

স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় আগ্রহী প্রার্থীদের বিনামূল্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেবে ইউসেপ বাংলাদেশ। অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। লিখেছেন মোশাররফ হোসেন

যেসব বিষয়ে প্রশিক্ষণ ও আবেদনের যোগ্যতা : কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ইন আরএমজি : এ কোর্সে ভর্তির যোগ্যতা এসএসসি পাস।
লেদ মেশিন অপারেটর : এ কোর্সে আবেদনের যোগ্যতা পঞ্চম শ্রেণী পাস।
ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং : এ কোর্সে আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণী পাস।
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স : এ কোর্সে আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণী পাস।

যেখানে প্রশিক্ষণ দেয়া হবে : ইউসেপ, মিরপুর টেকনিক্যাল স্কুলে এসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণ ক্রেন্দ্র ও প্রশিক্ষণের বিষয় : ইউসেপ, মহসিন খুলনা টেকনিক্যাল স্কুলে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ইন আরএমজি ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ইউসেপ, সিলেট টেকনিক্যাল স্কুলে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ইউসেপ, রংপুর টেকনিক্যাল স্কুলে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে । চট্টগ্রামের ইউসেপ, আমবাগান টেকনিক্যাল স্কুলে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ও কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ইন আরএমজি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। চট্টগ্রামের এ কে খান ইউসেপ, কালুরঘাট টেকনিক্যাল স্কুলে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ইউসেপ, রাজশাহী টেকনিক্যাল স্কুলে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ইন আরএমজি, লেদ মেশিন অপারেটর ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

আবেদন ও বাছাইপ্রক্রিয়া : লিফলেট, পোস্টারিং, ব্যানার, মাইকিং, রোড-শো, সভা-সেমিনার ও বিভিন্ন সময় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রার্থী খোঁজা হয়। কাজেই নিয়মিত চোখ রাখুন পত্রিকায়। এ ছাড়া যোগাযোগ করতে পারেন ইউসেপের প্রধান কার্যালয়ে। বিস্তারিত তথ্যের জন্য www.ucepbd.org ওয়েবসাইট দেখুন। সব প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

বয়সসীমা ও আবেদন ফরম সংগ্রহ : সব ট্রেডের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর। ফরম সংগ্রহ করা যাবে ইউসেপের অফিস থেকে এবং নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্র থেকে। সব কোর্সের মেয়াদ তিন মাস।

চাকরির সুযোগ, আবাসন ও পরিবহন সুবিধা : ভর্তির ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। প্রশিক্ষণকেন্দ্রে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেবে কর্তৃপক্ষ। প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৯ হাজার ১০০ টাকা ভাতা দেয়া হবে। প্রশিক্ষণ শেষে কাজের মূল্যায়ন করে দেয়া হবে প্রশিক্ষণ সনদ। প্রশিক্ষণে ভালো করতে পারলে প্রার্থীরা চাকরি পাবেন।

যোগাযোগ :

  • ইউসেপ, মিরপুর টেকনিক্যাল স্কুল
    প্লট ২-৩, মিরপুর-২, ঢাকা-১২১৬।
    মোবাইল : ০১৮৪৭১৮৮৯০১
  • ইউসেপ, মহসিন খুলনা টেকনিক্যাল স্কুল
    ৭ জংশন রোড, বৈকালি, বয়রা, খুলনা।
    মোবাইল : ০১৮৪৭১৮৮৯১০
  • ইউসেপ, হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল
    বটেশ্বর, খাদিমনগর, সিলেট।
    মোবাইল : ০১৮৪৭১৮৮৯০৮
  • ইউসেপ, রংপুর টেকনিক্যাল স্কুল
    তালুকধর্মদাস, রংপুর।
    মোবাইল : ০১৮৪৭১৮৮৯০৭
  • ইউসেপ, আমবাগান টেকনিক্যাল স্কুল
    ফ্লোরাপাস রোড, আমবাগান, চট্টগ্রাম
    মোবাইল : ০১৮৪৭১৮৮৯০৪
  • এ কে খান ইউসেপ, কালুরঘাট টেকনিক্যাল স্কুল
    ওয়াসা রোড, মোহরা, কালুরঘাট, চট্টগ্রাম।
    মোবাইল : ০১৮৪৭১৮৮৯০৫
  • ইউসেপ, রাজশাহী টেকনিক্যাল স্কুল
    সন্তোষপুর, পবা, রাজশাহী।
    মোবাইল : ০১৮৪৭১৮৮৯০৬ favicon59-4

 

Sharing is caring!

Leave a Comment