পাওয়ার গ্রিড কোম্পানিতে চাকরির সুযোগ

পাওয়ার গ্রিড কোম্পানিতে চাকরির সুযোগ

  • ক্যারিয়ার ডেস্ক

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড বা পিজিসিবি সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা ও উন্নয়নে সহকারী প্রকৌশলী পদে মোট ৫৮ জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে ২১ নভেম্বরের মধ্যে।

যেসব পদে নিয়োগ

তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশলী ৩৬ জন, পুর প্রকৌশলী ১৫ জন, যন্ত্র প্রকৌশলী পাঁচজন ও কম্পিউটার সায়েন্স প্রকৌশলী দু’জন নিয়োগ দেওয়া হবে। নির্বাচিতদের প্রাথমিকভাবে এক বছর প্রবেশনকালসহ পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। পাঁচ বছর পর যোগ্যতার ভিত্তিতে চাকরি স্থায়ী হবে।

যোগ্যতার মাপকাঠি
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশল [ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং], পুর প্রকৌশল [সিভিল ইঞ্জিনিয়ারিং], যন্ত্র প্রকৌশল [মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং] ও কম্পিউটার সায়েন্স প্রকৌশলে নূ্যনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদন করার জন্য প্রতিটি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি কম্পিউটারে দক্ষতাসহ প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে।

বয়সসীমা
সাধারণ প্রার্থীদের জন্য ১ নভেম্বর, ২০১৬ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাপ্রাপ্তদের জন্য ৩২ বছর এবং পিজিসিবি প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত বয়সসীমা শিথিল করা হবে।

বেতন-ভাতা
সহকারী প্রকৌশলী পদের জন্য মূল বেতন নির্ধারিত হয়েছে ৫০ হাজার টাকা। পাশাপাশি ২০১৬ সালের বেতনক্রম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা দেওয়া হবে। এ ছাড়া বার্ষিক দুটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতাসহ ২০ ভাগ প্রভিডেন্ড ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, বার্ষিক ইনক্রিমেন্টসহ অন্যান্য সুবিধাও থাকবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফরমসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের এই দুটি ওয়েবসাইটে- pgcb.teletalk.com.bd অথবা www.pgcb.org.bd। যোগ্যতা থাকলে আবেদন করুন নিয়ম মেনে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment