মাধ্যমিক থেকেই নৌবাহিনীতে ক্যারিয়ার

মাধ্যমিক থেকেই নৌবাহিনীতে ক্যারিয়ার

  • ক্যারিয়ার ডেস্ক

বর্তমান সময়ে তরুণদের চাকরির পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী নাম। দেশ সেবার সুযোগ, সম্মানজনক পেশা এবং রোমাঞ্চকর জীবন, এসবই একসঙ্গে পাওয়া সম্ভব এখানে। আর তাই সাগরের নীল জলরাশির হাতছানিতে সাড়া দিয়ে বর্তমানে অনেক তরুণই নৌবাহিনীতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হচ্ছেন। বাংলাদেশ নৌবাহিনীতে প্রতি বছরই নিয়োগ হয়ে থাকে। ২২ নভেম্বর দৈনিক ইত্তেফাক-এ প্রকাশিত হয়েছে ২০১৮ অফিসার ক্যাডেট ব্যাচে নৌবাহিনীর জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট, নৌকমান্ড ও সাবমেরিনার পদের নিয়োগ বিজ্ঞপ্তি। নারী এবং পুরুষ, উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই ব্যাচের জন্য আবেদন করতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। এবারের এই নিয়োগ নিয়ে লিখেছেন মাহবুব শরীফ

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। এ ছাড়া গণিত বা উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানেও জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি বিষয়ে ‘এ’ গ্রেড ও দুটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলের ক্ষেত্রে ন্যূনতম দুটি বিষয়ে ‘বি’ গ্রেড প্রাপ্ত হতে হবে (গণিত ও পদার্থবিজ্ঞানসহ)। পাশাপাশি সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা (এইচইটি) বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া শুধু সরবরাহ শাখার জন্য ব্যবসায় শিক্ষা শাখায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে।

শারীরিক যোগ্যতা ও বয়স

পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে। ওজন পুরুষদের জন্য ৫০ কেজি ও নারীদের জন্য ৪৬ কেজি। বুকের মাপ পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। বিবাহিত ও অবিবাহিত উভয়ই এ নিয়োগে আবেদন করতে পারবে। ১ জানুয়ারি ২০১৮ তারিখে প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। বয়সের ক্ষেত্রে কোনো অবস্থাতেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

অযোগ্যতা

নৌবাহিনীর এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কারণে একজন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হতে পারে তা উল্লেখ করে দিয়েছে। প্রার্থীদের এই বিষয়গুলো বেশ গুরুত্বের সাথে লক্ষ্য করা উচিত। বিষয়গুলো হলো—সেনা, নৌ ও বিমান বাহিনীর অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে ওই প্রার্থী কোনো অবস্থাতেই আবেদন করতে পারবে না। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলেও এই নিয়োগে  আবেদন করতে পারবে না। যেকোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি এই আবেদনের বিপরীতে আবেদন করতে পারবে না। আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট অথবা প্রত্যাখ্যাত হলে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

যেভাবে আবেদন করতে হবে

ট্রাস্ট ব্যাংক মোবাইল মানি (টিবিএমএম)-এর মাধ্যমে নৌবাহিনীতে অফিসার পদে ভর্তির ফি প্রদান করতে হবে। আবেদনকারী যদি টিবিএমএম-এর গ্রাহক হন তাহলে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে TrustMM<space>BNRF<space>O<space>PIN<space>Candidatate’s Mobile Number লিখে পাঠাতে হবে ১৬২০১ অথবা ০৩৫৯০০১৬২০১ নম্বরে। তবে প্রর্থীর অ্যাকাউন্টে ন্যূনতম ৭২০ টাকা থাকতে হবে। গ্রামীণফোনের গ্রাহকরা ০৩৫৯০০১৬২০১ নম্বরে এসএমএস করবেন। এই পদ্ধতিতে টাকা জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি ট্রানজেকশন আইডি আবেদনকারীর মোবাইলে চলে আসবে। এরপর বাংলাদেশ নৌবাহিনীর সাইট www.bangladeshnavy.org হতে Join Navy লিংকে ক্লিক করুন অথবা সরাসরি www.joinnavy.mil.bd ওয়েবসাইট হতে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণ করার সময় উভয় ট্রানজেকশন আইডি নম্বরটি ফরমের পেমেন্ট পেইজের যথাস্থানে লিখতে হবে। প্রার্থীগণকে অনলাইনে কল-আপ লেটার প্রেরণ করা হবে এবং প্রার্থীগণকে নিজ থেকে অনলাইনে কল-আপ লেটার ডাউনলোড করে প্রাথমিক সাক্ষাতকারের সময় সঙ্গে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে পূরণকৃত ফরমটি পূরণ শেষে প্রিন্ট নিতে হবে, যা পরবর্তীতে ফরম কমিশন ২(ক) হিসেবে বিবেচিত হবে।

যারা টিবিএমএম গ্রাহক নন

যারা টিবিএমএম গ্রাহক নন তাদেরকে ট্রাস্ট ব্যাংকের মনোনীত পে পয়েন্ট অথবা ট্রাস্ট ব্যাংকের যেকোনো শাখা হতে বিএন রিক্রুটমেন্ট ফান্ডের অনুকূলে ৭০০ টাকার অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। পে পয়েন্ট অথবা ট্রাস্ট ব্যাংকের শাখার মাধ্যমে ভর্তি ফি জমা দেওয়ার পর গ্রাহক একটি নোটিফিকেশন এসএমএস পাবে এবং সাথে মানি রিসিপ্ট পাবেন যাতে একটি ট্রানজেকশন আইডি থাকবে। এই আইডি নম্বরটি অনলাইন ফরম পূরণের ক্ষেত্রে পেমেন্ট পেইজের যথা স্থানে লিখতে হবে।

বেতন ও ভাতা

চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।

অন্যান্য বিশেষত্ব

বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারেই রয়েছে। সি (আধুনিক যুদ্ধ জাহাজ ও সাবমেরিন), এয়ার (নেভাল এভিয়েশন) এবং ল্যান্ড (স্পেশাল নেভাল ফোর্স অথবা নৌ কমান্ডো) এই তিনটি মাধ্যমেই চাকরির সুযোগ। মেধাবী অফিসারগণের দেশ-বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ। বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক উপদেষ্টা, সরকারি সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্তির সুযোগ। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন, সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি। নির্ধারিত শর্তসাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্থানে ডিওএসএইচ-এ প্লট প্রাপ্তির সুবিধা। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিত্সা সুবিধা ও দূরারোগ্য ব্যাধিতে উন্নতমানের চিকিত্সার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা।

মনোনয়ন পদ্ধতি

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাতকার ৯-১২ জানুয়ারি ২০১৭ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তবে এ তারিখ পরিবর্তনযোগ্য। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ও প্রাথমিক সাক্ষাতকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের ১৩ জানুয়ারি বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে উল্লেখিত কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাতকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।

আবেদনে যা লাগবে

প্রাথমিক পর্যায়ে প্রার্থীকে জমা দিতে হবে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন (৩) কপি সত্যায়িত রঙ্গিন ছবি ফর্ম কমিশন এ-ওয়ানের সাথে যুক্ত করে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও মার্কশিটের কপি, স্ব-স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র।favicon59-4

Sharing is caring!

Leave a Comment