আইবিএতে বিবিএ

আইবিএতে বিবিএ

  • ক্যারিয়ার ডেস্ক

ব্যবসা-বাণিজ্য নিয়ে একসময় শুধু সওদাগরেরাই বিভিন্ন বন্দর-পোতাশ্রয়ে নোঙর ফেলতেন। সেই আদিকালের ব্যবসার ঢং আর ধরন এখন বিশ্বায়নের এই যুগে আমূল বদলে গেছে। আলাদিনের ধনসম্পদ আর খরচাপাতির হিসাব থাকত তাঁর বিশাল সাইজের জিনের কাছে। কিন্তু এখন সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্যের হিসাব-নিকাশ থাকে ব্যবসায় প্রশাসনপড়ুয়া শিক্ষার্থীদের কাছে। বিশ্বায়নের এই যুগে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র বাড়ছে দ্রুতগতিতে। মানুষ নাকি এখন মহাশূন্যেও ব্যবসা করতে চায়। ব্যবসায় শিক্ষার নানা কৌশল আর বাণিজ্যের গতিপ্রকৃতিই পড়া হয় ব্যবসায় প্রশাসন বিষয়ে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে বিবিএ পড়ার সুযোগ রয়েছে।

ব্যবসায় প্রশাসন কী

স্নাতকশ্রেণীর পড়াশোনা হলো বিবিএ, যার পূর্ণাঙ্গ অর্থ ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত নানা বিষয়ের সমন্বয়ে তৈরি হয়েছে এর পাঠ্যক্রম। এ বিষয়ে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, হিউম্যান রিসোর্সসহ নানা বিষয়ে ‘মেজর’ করা যায়। কোর্সগুলো চার বছর মেয়াদি। এর মধ্যে প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভের জন্য ইন্টার্নশিপ করতে হয় শিক্ষার্থীদের। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বছরে একবার শিক্ষার্থী ভর্তি করলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বছরে দুই থেকে তিনবার শিক্ষার্থী ভর্তি করে থাকে।

ভর্তির যোগ্যতা ও পরীক্ষা

যাঁরা উচ্চমাধ্যমিক বা ‘এ’ লেভেল সম্পন্ন করেছেন, তাঁরা ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে বিবিএ পড়ার জন্য আবেদন করতে পারেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে গ্রেড পয়েন্ট ভিন্ন থাকে। ভর্তি পরীক্ষায় ভাষা, গণিত ও অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন করা হয়। লিখিত পরীক্ষায় যাঁরা টিকবেন, তাঁদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ফিন্যান্স, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইনফরমেশন সিস্টেম এবং টেকনোলজি অ্যান্ড অপারেশন্সের ওপর বিবিএ মেজর করা যায়। ইচ্ছা করলে যেকোনো একটি মেজর রেখে অন্য একটি বিষয়ের ওপর মাইনর করা যায়। ভর্তিবিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে: www.iba-du.edu

আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএতে পড়তে চাইলে জি ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। বিস্তারিত: www.juniv.edu

আইবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ করতে চাইলে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হব। ভর্তি পরীক্ষার মাধ্যমে এমবিএ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বিস্তারিত: www.iba-ru.org favicon59

Sharing is caring!

Leave a Comment