স্কুল ছেড়ে যখন মঞ্চে

স্কুল ছেড়ে যখন মঞ্চে

  • উদ্যোক্তা ডেস্ক 

নব্বইয়ের দশকের জনপ্রিয় মার্কিন গায়িকা কোর্টনি লাভ। তাঁর মা ছিলেন হাসপাতালের কর্মী আর বাবা প্রকাশক। স্কুলে বন্ধুবান্ধবদের সঙ্গে তেমন মিশতে পারতেন না তিনি। একসময় পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান, সেখানে নেলসন কলেজ ফর গার্লসে ভর্তি হন। কয়েক মাসের মধ্যে আবার আমেরিকায় ফেরেন কোর্টনিরা। ১৪ বছর বয়সে দোকান থেকে টি-শার্ট চুরির দায়ে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয় তাঁকে। ছাড়া পান ১৬ বছর বয়সে। এরপর পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি, পড়ার বিষয় ছিল ইংরেজি আর দর্শন। পড়াশোনা আর গানবাজনা, দুটোই চলছিল সমান তালে। কয়েক মাসের মধ্যে আবার পোর্টল্যান্ডকে বিদায় জানিয়ে আয়ারল্যান্ডে চলে আসেন, ভর্তি হন ট্রিনিটি কলেজে। এখানে মাত্র দুই সেমিস্টার পড়াশোনা করে চাকরির দুনিয়ায় পা রাখেন। বিভিন্ন ক্লাব আর এলাকার অনুষ্ঠানে গান গাইতে গাইতে নিজের ব্যান্ড গঠন করে সংগীত দুনিয়াতে ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেন এই তারকা। এন্টারটেইনমেন্ট উইকলি অবলম্বনেfavicon59-4

Sharing is caring!

Leave a Comment