৭ উপায়ে সফল ক্যারিয়ার

৭ উপায়ে সফল ক্যারিয়ার

  • ক্যারিয়ার ডেস্ক
  • জীবনের লক্ষ্য নির্ধারণ করুন  
কর্মজীবনে সফল হতে প্রথমেই আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। মাঝে মাঝে নিজের কাজগুলো পর্যালোচনা করুন, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই আপনার লক্ষ্যের দিকে আপনি এগোতে পারছেন কি না। যদি মনে হয়, যেভাবে চাচ্ছিলেন সেভাবে হচ্ছে না, তবে কোন কোন সমস্যার কারণে পিছিয়ে পড়ছেন খুঁজে বের করুন এবং সমাধান করার চেষ্টা করুন।
  • দক্ষতা বৃদ্ধি করুন 
যতটা সম্ভব নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। প্রতিযোগিতার এ সময়ে অন্য সবাই যখন প্রতিনিয়ত নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য চেষ্টা করছে, আপনি সেটা না করলে পিছিয়ে পড়বেন। ইন্টারনেট অথবা বই যা ভালো লাগে পড়ার চেষ্টা করুন। যত পড়বেন ততই জানবেন।
  • অগ্রাধিকার ভিত্তিতে কাজ করুন  
আপনার সারাদিনের কাজের পরিকল্পনা করুন। কী কী কাজ করবেন তার তালিকা তৈরি করুন এবং কোন কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে করবেন, সেটা ঠিক করুন। এ ক্ষেত্রে যে কাজটা অধিকতর জরুরি, সেটা আগে তারপর বাকিগুলো করার চেষ্টা করুন।
  • নিজের যোগ্যতা সম্পর্কে ধারণা রাখুন 
আমাদের সবারই কিছু না কিছু দুর্বলতা আছে। নিজেকে জানুন, কোন কাজে আপনি বেশি সামর্থ্যবান আর কোন কাজে দুর্বল তা জেনে নিন এবং দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। একজন মানুষ সব কাজে দক্ষ হবে, এমন কোনো কথা নেই। কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার।
  • নতুন চ্যালেঞ্জ নিন  
নতুন কোনো কাজকে এড়িয়ে যাবেন না, চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন। আপনার অব্যাহত চেষ্টা আপনাকে অন্য এক উচ্চতায় যেতে সাহায্য করবে। চ্যালেঞ্জ নিয়ে সফল হলে আপনার আত্মবিশ্বাস যেমন বাড়বে, একই সঙ্গে অন্যের কাছেও আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন।
  • যোগাযোগ বাড়ান  
সময়টাই এখন যোগাযোগের। যত বেশি যোগাযোগ, তত বেশি সুযোগ। অন্যদের কথা শুনুন, জানুন। কারণ প্রতিটা মানুষেরই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আছে জীবন ও ক্যারিয়ারের ক্ষেত্রে। বাড়তি যোগাযোগ আপনার জ্ঞানের পরিধি বাড়াবে। আপনাকে নতুন সুযোগ তৈরি করে দেবে।
  • চাপমুক্ত থাকুন  
মাঝে মাঝে ভিন্ন কিছু করুন, যা আপনার ভালো লাগে; যা আপনার শখ। নিজেকে মাঝে মাঝে সময় দিলে আপনি সপ্তাহের বাকি কর্মদিবসগুলোয় কাজের উৎসাহ ফিরে পাবেন। অতিরিক্ত মানসিক এবং শারীরিক চাপ আপনাকে কর্মক্ষেত্রে পিছিয়ে দিতে পারে।
সূত্র : দৈনিক সমকাল favicon59-4

Sharing is caring!

Leave a Comment