কোর্সের নাম ‘পিএমপি’

কোর্সের নাম ‘পিএমপি’

  • ক্যারিয়ার ডেস্ক

প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) কোর্সটি সারা বিশ্বে অত্যন্ত মর্যাদার ও স্বীকৃত একটি সার্টিফিকেশন কোর্স। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেট ও সীমাবদ্ধ সম্পদের আলোকে কীভাবে টিমকে নেতৃত্ব দিয়ে সফলভাবে প্রকল্প বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সময়োপযোগী ও বিজ্ঞানভিত্তিক জ্ঞান লাভ করা যায় এই কোর্সের মাধ্যমে।

কেন করবেন পিএমপি

‘পিএমপি’ সার্টিফিকেশন নতুন চাকরি, বর্তমান কর্মক্ষেত্রে পদোন্নতি অথবা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্বজুড়ে চাকরিদাতা এবং উদ্যোক্তাদের নিকট সর্বাধিক চাহিদা সম্পন্ন প্রফেশনাল ডিগ্রিগুলোর মধ্যে শীর্ষস্থানীয়। সারা বিশ্বে ৬ লক্ষাধিক পিএমআই সদস্য রয়েছেন যাদের প্রায় সবাই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সপার্ট অ্যাসোসিয়েশনের এক রিপোর্টে বলা হয়, তাদের দেশে এ পর্যন্ত ৩৫ হাজার পিএমপি ট্রেনিং নিয়েছে। এখনও ৬ লক্ষাধিক পিএমপির চাহিদা রয়েছে। এক অর্থনৈতিক জরিপে দেখা গেছে বাংলাদেশে পিএমপি রয়েছে ১৫০ জনের মতো এবং প্রায় লক্ষাধিক পিএমপির চাহিদে রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধার দিক দিয়ে পিএমপিগণ যেকোনো পেশাজীবীর থেকে এগিয়ে থাকেন।

কোথায় করবেন

প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (পিএমআই)-এর বাংলাদেশেও একটি চ্যাপ্টার কার্যালয় রয়েছে যা ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িতে অবস্থিত। বাংলাদেশের আইসিটি কোম্পানিগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান দৃক আইসিটি’র সহযোগী প্রতিষ্ঠান মাতৃক ইন্সটিটিউট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালদের ৩৫ ঘন্টার একটি এক্সাম প্রিপারেশন কোর্স করিয়ে থাকে। আরও জানতে ফোন করতে পারেন ০১৭৩০৪৪৪৭৬৬ নম্বরে।

কী পড়ানো হয়

মাতৃক ইন্সটিটিউটের ৩৫ ঘন্টার এই এক্সাম প্রিপারেশন কোর্সের সার্টিফিকেট যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান পিএমআই’র চূড়ান্ত পিএমপি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক। কোর্সে অংশগ্রহণকারীগণ প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট, প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রজেক্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে মাতৃক ইন্সটিটিউটের এই কোর্স থেকে জ্ঞান লাভ করতে পারেন। এ ছাড়াও অংশগ্রহণকারীদের পিএমপি এডুকেশন সার্টিফিকেটের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন প্রক্রিয়া এবং পাশের জন্য করণীয় সম্পর্কে সবরকম সহযোগিতা করে থাকে মাতৃক ইন্সটিটিউট।

সাফল্যের ইতিবৃত্ত

এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক পেশাজীবী মাতৃক ইন্সটিটিউটে এক্সাম প্রিপারেশন কোর্স সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে যারা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তার প্রায় ৮০ শতাংশই উত্তীর্ণ হয়েছেন। যারা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেননি অথবা অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, তারাও বিভিন্ন প্রতিষ্ঠান বা প্রকল্পে দক্ষতার সাথে কাজ করছেন।

পিএমপি এক্সাম প্রিপারেশন কোর্সের সম্প্রতি শেষ হওয়া ব্যাচে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড অ্যাক্সচেঞ্জ কমিশন, ঢাকা মেট্রোরেল প্রকল্পসহ বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত আমেরিকা, চীন ও বাংলাদেশের কর্মকর্তা, প্রকল্প ব্যবস্থাপক ও পরিচালকগণ অংশগ্রহণ করেছেন।

আগামী ২১ অক্টোবর থেকে মাতৃক ইন্সটিটিউটে শুরু হচ্ছে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিপারেশন’ কোর্সের পরবর্তী ব্যাচ।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment