নতুন বিষয়, নতুন বিভাগ : সম্ভাবনার নতুন দ্বার

নতুন বিষয়, নতুন বিভাগ : সম্ভাবনার নতুন দ্বার

  • ক্যারিয়ার ডেস্ক 

টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ

২০১২ সালে যাত্রা শুরু করে টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগ। প্রথমে দুই বছর মেয়াদী মাস্টার্সের মধ্য দিয়ে এ বিভাগের সূচনা হয়। পরবর্তীতে ২০১৪ সালে চালু করা হয় অনার্স কোর্স। এ বিষয়ে অনার্স ও মাস্টার্সের পর এমফিল ও পিএইচডি করার সুযোগও রয়েছে। টেলিভিশন সাংবাদিকতা, টেলিভিশন প্রোগ্রাম, চলচ্চিত্র, ফটোগ্রাফি নিয়ে যাদের আগ্রহ তাদের জন্যই এই বিভাগটি। এ বিষয়ে পড়ে বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা এবং আন্তর্জাতিক এনজিওগুলোয় কাজের সুযোগ রয়েছে। এছাড়াও সিনেমা নির্মাণের সুযোগ তো রয়েছেই। ফোন : ৯৬৬১৯০০/৬৬২১।

নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ

নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে। প্রথম বছরে মাস্টার্স দিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সাল থেকে এই বিভাগে অনার্স চালু করা হয়। বর্তমানে অনার্সের ৩টি ব্যাচ এবং মাস্টার্সের ২টি ব্যাচ চলছে। প্রতি বছর অনার্সের জন্য ২৫টি সিট বরাদ্দ থাকে। পারমাণবিক শক্তিপ্রকল্প উন্নীতকরণ, নতুন প্রকল্প স্থাপন প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন সাধনের লক্ষ্যে এ বিভাগের অগ্রযাত্রা হয়। এই বিভাগে ভাল ফলাফলকে কেন্দ্র করে স্কলারশিপের সুযোগ আছে। প্রতি বছর ১০ জনকে স্কলারশিপের জন্য রাশিয়ায় পাঠানো হয়। ভবিষ্যতে পারমাণবিক শক্তি প্রকল্প, পরমাণু নিয়ে গবেষণা করার ভাল সুযোগ রয়েছে। এছাড়াও দেশ, বিদেশের বিভিন্ন নিউক্লিয়ার কোম্পানিতে কাজ করার দারুণ সুযোগ রয়েছে। ফোন : ৯৬৬১৯০০/৮৮০১।

ফলিত গণিত বিভাগ

২০১৫ সালে ফলিত গণিত বিভাগে অনার্স কোর্স চালু হয়। অবশ্য মাস্টার্সে অনেক আগে থেকেই এ বিভাগ চালু রয়েছে। অনার্সে এ বিভাগে ৬০টি সিট বরাদ্দ থাকে। বর্তমানে অনার্সের ২টি ব্যাচ চালু রয়েছে। দুই ব্যাচে প্রায় ১২০ শিক্ষার্থী রয়েছে। গণিতের ইতিহাস, গণিত নিয়ে গবেষণা, ফ্লুইড মেকানিক্স, জ্যোতির্বিদ্যা প্রভৃতির ওপর বেশ গুরুত্ব দেয়া হয়। এ বিষয়ে পড়ে ভবিষ্যতে শিক্ষক, গবেষক, বৈজ্ঞানিক, আইটি কোম্পানিগুলোতে কাজ করার সুযোগ আছে। ফোন: ৯৬৬১৯০০/৭১২১।

সমুদ্রবিজ্ঞান বিভাগ

২০১৫ সালে অনার্সে সমুদ্রবিজ্ঞান বিভাগটি প্রথম চালু হয়। অবশ্য মাস্টার্সে ২০১৩ সাল থেকেই চালু রয়েছে দুই ব্যাচ মিলে। সমুদ্র সম্পদের অজানা জ্ঞান আহরণ করা, সামুদ্রিক অর্থনীতি নিয়ে এ বিভাগে পড়াশোনা করা যায়। ভবিষ্যতে সমুদ্রবিজ্ঞান নিয়ে বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। সমুদ্র মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হলে বিসিএসে চাকরি পাওয়ার সুযোগ আছে। ফোন: ৯৬৬১৯০০/ ৭৭৯৫।

নৃত্যকলা বিভাগ

২০১৪ সালে এ বিভাগটি প্রতিষ্ঠিত হয়। অনার্সে প্রতি ব্যাচের জন্য ৩০টি সিট বররাদ্দ থাকে। নাচ নিয়ে আগ্রহীদের এ বিভাগে ভালভাবে পড়াশোনা করার সুযোগ রয়েছে। লিখিত পরীক্ষার পাশাপাশি, নাচের পারফরম্যান্স দেখিয়ে ভর্তি হতে হয় নৃত্যকলায়। ভবিষ্যতে এ বিভাগ থেকেই ভাল নৃত্যশিল্পী পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ফোন : ৯৬৬১৯০০/ ৬৩৬১।

ক্রিমিনোলজি বিভাগ

ক্রিমিনোলজি বা অপরাধবিজ্ঞান বিভাগটি অপরাধ দমনের নানা কলাকৌশল ও তত্ত্ব নিয়ে পরিচালনা করে। ২০১৩ সালে এ বিভাগ প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্রিমিনোলজি বিভাগে বর্তমানে ব্যাচেলর অব অনার্স, মাস্টার্স, সঙ্গে রয়েছে এমফিল ও পিএইচডি করার সুযোগ। এ বিভাগ থেকে পাস করার পর রয়েছে বৈচিত্র্যময় কাজের সুযোগ। ফোন : ৯৬৬১৯০০/৬৯০০।

ইলেক্ট্রিকাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

১৯৬৫ সালে ফলিত পদার্থবিজ্ঞান চালু হয়। পরবর্তীতে যুগের সঙ্গে তাল মিলিয়ে ২০১৪ সালে এই বিভাগটি পরিবর্তিত হয়ে ইলেক্ট্রিকাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ নামকরণ করেন। পড়াশোনার ক্ষেত্রে তড়িৎবিদ্যার ওপর বেশি জোর দেয়া হয় এবং লিখিতর চেয়ে ব্যবহারিকে মনোযোগ বেশি দেয়া হয়। বিভিন্ন ইলেক্ট্রিকাল কোম্পানি, আইসিটি কোম্পানি, ফার্ম, এনজিওতে করার সুযোগ আছে। ফোন : ৯৬৬১৯০০/৭৩৪১। ই

কমিউনেকশন ডিজঅর্ডার বিভাগ

কমিউনেকশন ডিজঅর্ডার বা যোগাযোগ বৈকুল্য বিভাগটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৫ সালে। বর্তমানে অনার্সের ২টি ব্যাচ এবং মাস্টার্সের ১টি ব্যাচ চলছে। প্রতিবন্ধীদের সঙ্গে সাধারণ সামাজিক যোগাযোগ রক্ষা করাই এ বিভাগের উদ্দেশ্য।  ফোন: ৯৬৬১৯০০/৬৪১৭।

রোবোটিক্স এ্যান্ড মেকাট্রোনিক্স বিভাগ

২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেকাট্রোনিক্স বিভাগের যাত্রা শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ দেশে দক্ষ রোবটিক ইঞ্জিনিয়ার তৈরি এবং পাওয়ার সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমন উদ্দেশ্য থেকেই এ বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। ফোন: ৯৬৬১৯০০/৭৪২৩।

এছাড়াও এ বছর বিজনেস অনুষদের অধীনে ‘অরগানাইজেশন লিডারশিপ এ্যান্ড স্ট্রাটেজি বিভাগ’, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশন বিভাগ’, আর্থ এ্যান্ড এনভায়রন মেন্টাল সায়েন্স অনুষদের অধীনে ‘আবহাওয়া বিজ্ঞান বিভাগ’ চালু হয়েছে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment