কর্মক্ষেত্রের ক্রমবর্ধমান চাহিদা

কর্মক্ষেত্রের ক্রমবর্ধমান চাহিদা

  • ক্যারিয়ার ডেস্ক

অর্থনীতির কারণে বিশ্বব্যাপী প্রফেশনাল অ্যাকাউন্টটেন্টদের চাহিদা ব্যাপক। যার ফলে চার্টার্ড সার্টিফাইড ডিগ্রির মধ্যে বর্তমান এসিসিএ সর্বাধিক স্বীকৃত এবং সমাদৃত প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রি। কর্মক্ষেত্রে ফাইনান্সিয়াল ম্যানেজার, বিজনেস প্ল্যান ডেভেলপার বা ডিসিশন মেকিং অথরিটি, ফাইনান্সিয়াল অ্যানালিস্ট, বিজনেস প্রজেক্ট ম্যানেজার এমনকি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। এই কর্মক্ষেত্র হতে পারে বহুজাতিক কোম্পানী, বীমা, ব্যাংক, সরকারি খাত, নন-প্রফিট অর্গানাইজেশনসহ যেকোনো ধরনের ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট এবং অ্যাকাউন্টিং ফার্ম।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই পেশা, যার ফলে এসিসিএ’র মতো প্রফেশনাল কোয়ালিফিকেশন বর্তমান সময়ের শিক্ষার্থীদের অন্যতম পছন্দ। চাহিদার কথা মাথায় রেখে ঠিক এই সময়ে বাংলাদেশের রয়েছে অসংখ্য এসিসিএ টিউশন প্রোভাইডার। তবে ভর্তি হবার আগে অবশ্যই শিক্ষার্থীদের কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, যেমন এসিসিএ কর্তৃক প্রতিষ্ঠানটির কোনো স্বীকৃতি আছে কিনা। যদি থাকে তবে তার স্ট্যাটাস কী। অবশ্যই মনে রাখবেন কোনো প্রতিষ্ঠানের গুণগতমানের জন্য এসিসিএ কর্তৃক স্বীকৃতি স্বরুপ সেই প্রতিষ্ঠানকে প্লাটিনাম, গোল্ড অথবা সিলভার স্ট্যাটাস প্রদান করা হয়। শিক্ষক প্যানেলের অভিজ্ঞতা এবং এসিসিএ কোয়ালিফাইড শিক্ষক কতজন, প্রফেশনাল এক্সামে প্রতিষ্ঠানের পূর্ববর্তী ফলাফল কেমন। প্রফেশনাল চার্টার্ড কোয়ালিফিকেশনের টিউশন কলেজগুলোর মধ্যে প্রথম সারির একটি কলেজ হিসেবে সাফল্যের সঙ্গে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ ঢাকা। আরও জানতে ভিজিট করুন www.lcbsdhaka.com।

এসিসিএ’র একমাত্র সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত অ্যাপ্রুভড পার্টনার (প্লাটিনাম স্ট্যাটাস) হিসেবে কার্যক্রম পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে এগার’শ শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া কম্পিউটার বেজড এক্সাম সেন্টার, জবস ব্যাংক, স্টুডেন্ট সাপোর্ট সেন্টারসহ শিক্ষার্থীদের অন্যান্য সুবিধা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বিবিএ এমবিএ অথবা ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রিধারীরা পেতে পারেন একটি থেকে চারটি পর্যন্ত ওয়েভার। চার্টার্ড প্রফেশনালদের চাহিদার কারনে ইদানিংকালে প্রচুর শিক্ষার্থী ACCA Qualification এ আগ্রহী হচ্ছেন। আগ্রহী শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে ভর্তি হবার পূর্বে পর্যাপ্ত তথ্য সংগ্রহ পূর্বক তা যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করলে ভবিষ্যত্ ক্যারিয়ার নিশ্চিত হবে।

যোগাযোগ :বাড়ি-৩৯/বি, রোড-১৪/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment