আস্থা অর্জনের ৭ উপায়

আস্থা অর্জনের ৭ উপায়

  • ক্যারিয়ার ডেস্ক

নিজের ওপর আস্থা স্থাপন করুন 

যদি আপনি চান যে অন্যরা আপনার ওপর আস্থা স্থাপন করবে তাহলে আপনি নিজেই আগে নিজের ওপর আস্থা স্থাপন করুন। নিজেকে জানুন, নিজের ক্ষমতার ওপর নিজে বিশ্বাস স্থাপন করুন। আত্মবিশ্বাসী মানুষের ওপর অন্যরাও আস্থা স্থাপন করে সহজে।

আন্তরিক হোন

অন্যদের সঙ্গে ব্যবহারে আন্তরিকতা প্রকাশ করুন। খেয়াল রাখবেন আপনার চেহারা এবং ব্যক্তিত্বে যেন উষ্ণ অভ্যর্থনার চিহ্ন সব সময় প্রকাশ পায়। সব সময় চোখে চোখ রেখে, হাসি মুখে অন্যদের সঙ্গে কথা বলুন। বুঝতে দিন আপনি তাদেরই একজন।

সহানুভূতিশীল হোন

অন্যের যন্ত্রণায় সহানুভূতি প্রকাশ করতে শিখুন। অন্যের আস্থা অর্জন করতে হলে তার প্রতি সহানুভূতিশীল হওয়াটা জরুরি। দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়ানো, স্যরি বলা এ বিষয়গুলো আপনাকে আস্থা অর্জনে সাহায্য করবে।

প্রতিযোগিতায় নামবেন না

আস্থা অর্জনের জন্য অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। সহজ, স্বাভাবিকভাবে যারা আপনার ওপর আস্থা রাখবে তাদেরই স্বাগতম জানান। অন্যথায় সম্পর্ক অস্বাস্থ্যকর হয়ে উঠবে।

জাহির করবেন না

আপনি সবচেয়ে যোগ্য, আপনার মতো আর কেউ নেই, যার ওপর আস্থা রাখা যায়, এ ধরনের কথা বলে নিজেকে জাহির করবেন না। এতে বরং অন্যের সামনে নিজেকে হালকা করা হয়।

বিশ্বাস করুন

যাকে বিশ্বাস করতে পারবেন না তার কাছাকাছি আসতে কিংবা তার আস্থা অর্জন করতে পারবেন না আপনি। তাই অন্যের ওপর বিশ্বাস আনাটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। মানুষ তার ওপরই আস্থা আনে, যে তার ওপর আস্থা রাখতে সক্ষম।

নজর কাড়তে চেষ্টা করুন

নিজের ব্যক্তিত্ব, আচার-আচরণ, কথাবার্তা দিয়ে অন্যদের নজর কাড়ার চেষ্টা করুন। যাদের আচরণে বুদ্ধিমত্তা প্রকাশ পায় তাদের ওপরই সহজে আস্থা রাখে অন্যরা। তাই কথা এবং কাজে বুদ্ধিমত্তার ছাপ রাখুন। favicon59-4

Sharing is caring!

Leave a Comment