চোখ রাখুন আকাশের তারায় আর পা রাখুন মাটিতে

চোখ রাখুন আকাশের তারায় আর পা রাখুন মাটিতে

  • ক্যারিয়ার ডেস্ক 
আপনার জীবন কেমন হবে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি। কীভাবে? স্বপ্ন সাজিয়ে। আপনার স্বপ্ন হবে আকাশ ছোঁয়া। ঠিক যেমন জীবন আপনি চান তার সাথে মিলিয়ে নিজের লক্ষ্য ঠিক করবেন আপনি। একইসাথে আপনার পা থাকবে মাটিতে, অর্থাৎ আপনি হবেন বাস্তববাদী। বাস্তবতা বিবেচনায় রেখে দেখা স্বপ্ন যত বড়ই হোক না কেন রা পূরণ করা সম্ভব। কীভাবে করবেন এই দুই এর সমন্বয়? আসুন জেনে নিই-
বড় স্বপ্ন দেখুন 
অনেক রকম স্বপ্ন দেখি আমরা। সেই স্বপ্ন কখনো ছোট, সাধারণ। আবার কখনো অনেক বড়। বড় স্বপ্নের প্রভাবও বড় হয়, জীবন বদলে যায় সেই স্বপ্ন বাস্তবায়ণ হলে। সবসময় স্বপ্ন দেখুন। কখনো আশা ছাড়বেন না, ভরসা হারাবেন না।
বাস্তববাদী হোন
আপনি যখন তারা ছোঁয়ার স্বপ্ন দেখছেন তখন তারার সাথে আপনার দূরত্বও মেপে দেখতে হবে। কিছু তারা আছে যাদের আপনি কখনো ছুঁতে পারবেন না, দূরত্ব এত বেশী। তাই আপনি এমন তারাদের বেছে নিন যাদের আপনি হাতে পাবেন। আপনার লক্ষ্যকে সুনির্দিষ্ট করুন। একটি সুচিন্তিত পরিকল্পনা তৈরি করুন।
ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান স্বপ্ন পূরণের দিকে। প্রতিদিন টাকা জমাতে শুরু করুন। কিছু কিছু কাজ করুন। যেমন- আপনি স্বপ্ন দেখলেন, আপনি একটি ফ্ল্যাটের মালিক হবেন। কতদিনে হতে চান সেটা ঠিক করুন, সেই পরিমাণ টাকা আপনার হাতে আসতে কতদিন লাগবে, কীভাবে আসবে সেসব কিছু ঠিক করুন এবং লক্ষ্যের সাথে মিল রেখে কাজ করুন।
 
মনোযোগী হোন
মাইন্ডফুল বা মনোযোগী হওয়া বলতে বোঝায় সবসময় বর্তমানে থাকা। এই মুহূর্তে বাঁচুন। এতে আপনি ছোট ছোট বিষয় থেকেও আনন্দ খুঁজে নিতে পারবেন। বর্তমানে মনোযোগ দেওয়া খুবই কঠিন। কারণ আমরা সারাক্ষণ অতিতের নানা ঘটনায় বিক্ষিপ্ত হয়ে থাকি। আবার ভবিষ্যতের চিন্তাও আমাদের স্ট্রেস দেয়।
এরকম নয় যে আপনি অতীতকে মনে করতে পারবেন না বা আপনার কোন ভবিষ্যত লক্ষ্য থাকবে না। থাকবে সবই। কিন্তু আপনার প্রাকটিস হওয়া উচিৎ বর্তমানকে বেশী গুরুত্ব দেওয়া। কারণ বর্তমানই আপনাকে তুলে আনে অতিতের কষ্টের গহবর থেকে। বর্তমানে কাজ করেই আপনি সুনিশ্চিত করতে পারেন ভবিষ্যৎ।
স্বপ্ন দেখা জরুরি
কিছু মানুষ আছেন যারা খুব কল্পনাপ্রবণ। তারা বড় স্বপ্নগুলো পূরণ না হলে হতাশ বোধ করেন। আবার অনেকে স্বপ্নই দেখতে চান না। তারা নিজেদের এতটাই বাস্তববাদী মনে করেন যে স্বপ্ন দেখা তাদের কাছে সময় নষ্ট মনে হয়। একটা পার্ফেক্ট লক্ষ্যের প্রথম পদক্ষেপই হল স্বপ্ন। আপনি যদি কল্পনায় ভাবতেই না পারেন আপনি যা চান তা পেলে আপনার কেমন ভাল লাগবে তাহলে সেই স্বপ্নের প্রতি আপনার আকর্ষণ তৈরি হবে না। আপনি সিরিয়াসলি কাজ করবেন না, কিন্তু না পেলে হতাশ বোধ করবেন। তাই স্বপ্ন দেখুন, বড় স্বপ্ন দেখুন এবং পাওয়ার জন্য সাধনা করুন।favicon59-4

Sharing is caring!

Leave a Comment