ক্যারিয়ার উন্নয়নে সেশন
- ক্যারিয়ার ডেস্ক
রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো ব্যক্তিত্ব ও ক্যারিয়ার উন্নয়নে দিনব্যাপী গ্রুমিং সেশন। গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই সেশনের প্রথম পর্ব শেষ হয় বিকেলে। এরপর দ্বিতীয় পর্বের গ্রুমিং শুরু হয়। যারা চ্যালেঞ্জ নিতে ভয় পান, ক্যারিয়ারে উন্নতি করতে চান, সাফল্যের সংজ্ঞা জানতে চান, জানতে চান সফলতার মূল সূত্রগুলো কী, সাফল্যের পথে বাধা কী এবং কীভাবে সে বাধা অতিক্রম করতে হবে—অর্থাৎ সফল ব্যক্তি হয়ে জীবন ইতিবাচকভাবে গড়ে তুলতে যারা ক্যারিয়ারে লক্ষ্য পূরণে আগ্রহী তাদের জন্যই ‘লিমিটলেস, সেশন ওয়ান ২০১৬’ শীর্ষক এই গ্রুমিং সেশনের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই গ্রুমিং সেশনের উদ্বোধন করেন সংগঠক মুনির হাসান। এই গ্রুমিং সেশনের প্রথম পর্বে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের আইকন আয়মান সাদিক, মিনহাজ আনোয়ার, মাসুদ রায়হান, নাভেদ মাহবুব। মধ্যাহ্ন ভোজের পর গ্রুমিং সেশনের দ্বিতীয় পর্বে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিয়াজ আহমেদ ও নাফিজ আল আমিন। ক্যারিয়ার বিষয়ক এই গ্রুমিং সেশনে ব্যক্তিত্বের উন্নয়নের আওতায় ইতিবাচক চিন্তাভাবনা ও মনোভাব, রাগ নিয়ন্ত্রণ, সময় ব্যবস্থপনা বিষয়ে গ্রুমিং করা হয়। কর্পোরেট ক্যারিয়ারের প্রস্তুতির ক্ষেত্রে নিজের মূল্যায়ন, ক্যারিয়ার প্রস্তুতি, ইন্টারভিউয়ের সময় মনোভাব, ব্যক্তিত্ব উন্নয়নের পরিকল্পনা বিষয়ে অংশগ্রহণকারীদের গ্রুমিং হয়েছে।
পাশাপাশি কর্পোরেট পরিবেশের উপযোগী করতে কর্পোরেট পোশাক, গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য আচরণ, মিটিংয়ে করণীয়, সহকর্মীদের মনে নিজের ইতিবাচক ধারণা তৈরি, পেশাগত ভাব বিনিময় বিষয়ে গ্রুমিং হয়েছে। দক্ষ নেতৃত্ব প্রদানে সেরা নেতৃত্বের বৈশিষ্ট্য, নেতৃত্বের শৈলী, সেরা নেতৃত্বের চর্চার বিষয়গুলোও অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া ব্যবসা ও প্রযুক্তির ক্ষেত্রে নিজের ব্যবসার প্রতিদ্বন্দ্বীদের কৌশল জানা ও ব্যবসায় প্রযুক্তি প্রভাব বিষয়ে এবং উদ্যেক্তা হতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, প্রেরণা এবং সাফল্য বিষয়ে গ্রুমিং হয়েছে। সেশন শেষে ওসামা বিন নূর এবং সারজিনা ইসলামকে ইয়ং স্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ইভেন্ট ৫২-এর এই আয়োজনের ইলেকট্রনিক মিডিয়া পার্টনার এটিএন বাংলা, ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার, রেডিও পার্টনার রেডিও ফুর্তি, অনলাইন নিউজ মিডিয়া পার্টনার রাইজিংবিডি ডটকম, ক্রিয়েটিভ পার্টনার ফ্রানটিক ফেনম স্টুডিওস লি., ভিজ্যুয়াল পার্টনার আতশ ফটোগ্রাফি, বেভারেজ পার্টনার পেপসি ও অ্যাকুয়াফিনা ও টিকেট পার্টনার টিকেট চাই ডটকম ছিল।