ওয়েব অ্যান্ড ই-কমার্স ডিপ্লোমা কোর্স

ওয়েব অ্যান্ড ই-কমার্স ডিপ্লোমা কোর্স

  • ক্যারিয়ার ডেস্ক

উন্নত বিশ্বের দিকে তাকালে এর সত্যতা মেলে। যে জাতি যত উন্নত হয়েছে, তাদের কারিগরি দক্ষতাও তত উন্নত। এসব দিককে সামনে রেখেই ডিআইআইটি এক বছর মেয়াদি বিভিন্ন প্রফেশনাল কোর্স চালু করেছে। কোর্সগুলো হলো_ হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল। প্রতি বছর ৪টি সেশনে [মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর] এবং ৩টি শিফটে [সকাল/বিকেল/সান্ধ্যকালীন] এই ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে ভর্তি নেওয়া হয়। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিশেষ ব্যাচের ভর্তি নেওয়া হয়।

আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা যেমন_ হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার এইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটাবেজ ম্যানেজমেন্ট, জুমলাওয়ার্ডপ্রেস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরই স্বপ্নময় সম্ভাবনা সমৃদ্ধ; কিন্তু দরকার বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানের গভীরতা এবং বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। কিন্তু আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবই এ ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে। এ ক্ষেত্রে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির প্রয়াসকে ব্যতিক্রম বলা যেতে পারে। ডিআইআইটি পরিচালিত কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক, যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলোর অন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে_ কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও এক থেকে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপ, যা একজন শিক্ষার্থীকে হাতেকলমে কাজ শিখতে সাহায্য করে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টাল জবসবিডি ডট কম-এর মাধ্যমে চাকরির সহায়তা।

সার্বক্ষণিক জেনারেটর, পাঠাগার, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আন্তর্জাতিক মানের কম্পিউটার ল্যাবসমৃদ্ধ সুবিশাল ক্যাম্পাস। কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা। ডিআইআইটি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। নূ্যনতম এসএসসি পাস যে কোনো বয়সের যে কেউ এ কোর্সগুলোতে ভর্তি হতে পারবে।

যোগাযোগ : ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ [রাসেল স্কয়ার], কলাবাগান, ঢাকা। ফোন :৯১৩৪৬৯৫, ০১৭১-৩৪৯৩২৬৭।favicon59-4

Sharing is caring!

Leave a Comment