ভ্রমণ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স

ভ্রমণ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স

  • ক্যারিয়ার ডেস্ক

পর্যটন খাতে নয়া উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ ভ্রমণ ব্যবস্থাপক, নির্বাহী ও সেবাকর্মী গড়ে তোলার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটি এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সিটিটিউট (স্কিটি), বিসিকের যৌথ আয়োজনে আগামী ২০-২৬ নভেম্বর ২০১৬ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সিটিটিউট (স্কিটি) এ ভ্রমণ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

এই প্রশিক্ষণ কোর্সের মূল বিষয় বস্তু হলো পর্যটন ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি, পর্যটন সেবার কৌশল সমূহ, ভ্রমণ ও ট্রাভেল এজেন্সি ব্যবস্থাপনা, পর্যটকদের আচরণ অনুধাবন ও চাহিদা পূরণ, পর্যটকদের যাতায়ত, অবস্থান ও খাদ্য ব্যবস্থাপনা, পর্যটন সংশ্লিষ্টি কম্পিউটার ও ইংরেজী ভাষা জ্ঞান, ভ্রমণ নির্দেশনা, ভ্রমণ আইন ও নিরাপত্তা, ভ্রমন ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবসায় পরিকল্পনা প্রস্তাব প্রণয়ন ইত্যাদি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটি ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ এবং দেশ-বিদেশের খ্যাতিমান পর্যটন শিল্প বিশেষজ্ঞগণ প্রশিক্ষক হিসাবে কোর্স পরিচালনা করবেন। বাংলাদেশ ভেনচার ক্যাপিট্যাল লিমিটেডের মাধ্যমে ইক্যুইটি সহায়তা সহ প্রশিক্ষণার্থীদের জন্য স্কিটির ডরমিটরিতে স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা এবং কোর্স সমাপ্তির পর উপযুক্ত প্রার্থীগণ পর্যটন প্রতিষ্ঠানে চাকুরির সুবিধা পাবে।

কোর্স ফি ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) মাত্র। আগ্রহী প্রার্থীগণ স্কিটি, বাড়ী -২৪/এ, সড়ক- ১৩/এ, সেক্টর- ০৬, উত্তরা, ঢাকা অথবা আইআইসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটি, ১০২/১ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। ফোন-০১৯১৩৮৯২১৮০, ০১৬২৪২৩২৩০১। কোর্স ফি রশিদের বিনিময়ে নগদ অথবা ০১৭১৪৯২৫৩৯৩ (৫) নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment