ব্র্যাকে আইডিয়া জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত

ব্র্যাকে আইডিয়া জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত

  • ক্যারিয়ার ডেস্ক

শহরের সমস্যাগুলোর সমাধানে উদ্ভাবনী চিন্তা ও পরিকল্পনা নিতে উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত ‘আরবান ইনোভেশন চ্যালেঞ্জ’-এ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আইডিয়া জমা দেওয়া যাবে।

আজ মঙ্গলবার ব্র্যাকের মিডিয়া এনগেজমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার মাহবুবুল আলম কবীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কোনো প্রতিষ্ঠানের কর্মী অথবা নতুন উদ্যোক্তারা এতে আইডিয়া জমা দিতে পারবেন। এই ঠিকানায় (http://uic.brac.net) গিয়ে আগ্রহী উদ্যোক্তারা আইডিয়া জমা দিতে পারবেন।

পাঁচ দিনব্যাপী আরবান বুটক্যাম্পে সমস্যা নিয়ে কাজ করা হবে। ওই অনুষ্ঠানে দেশের সফল উদ্যোক্তাদের দিকনির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া উদ্যোক্তারা তাঁদের ডিজাইন, প্রাথমিক মডেল এবং ব্যবসা পরিকল্পনা বিষয়ে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন। এই অনুষ্ঠানের বিশ্বের শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় বিজয়ীরা তাঁদের সমাধান পরিকল্পনা বাস্তবে রূপদানের সুযোগ পাবেন। সঙ্গে ব্র্যাকের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহায়তা দেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শহর এলাকায় বহু সমস্যার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে তিনটিকে এ প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে। এগুলো হচ্ছে স্বাস্থ্য, পরিবহন ও কর্মসংস্থান সমস্যা।favicon59-4

Sharing is caring!

Leave a Comment