ক্যারিয়ার গড়ুন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে

ক্যারিয়ার গড়ুন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে

  • ক্যারিয়ার ডেস্ক

সাম্প্রতিক সময়ে খুব দ্রুত বিকাশ লাভ করছে বাংলাদেশের কমার্স ব্যবসায়। বেশীর ভাগ কমার্স শপ পণ্যভিত্তিক বিধায় ক্রেতা সাধারণকে তার গৃহে পন্য পৌছে দিতে হয়। এ জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজে দক্ষ লোকের প্রচুর চাহিদা রয়েছে। দিন দিন চাহিদা বেড়েই চলেছে।

সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কি?

সঠিক পণ্যটি সঠিক সময়ে সঠিকভাবে ভোক্তার হাতে তুলে দেয়াই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শেকল ব্যবস্থাপনার কাজ। একটি পন্যের উৎপাদন স্থল থেকে যে ব্যবস্থাপনার মাধ্যমে ঠিক সময়ে কাংখিত ক্রেতার নিকট পন্যের গুনগত মান অক্ষুন্ন রেখে পৌছে দিতে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় তার সবই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শেকল ব্যবস্থাপনার অর্ন্তভূক্ত। এই পক্রিয়ার মাধ্যমে একটি কাচামাল ভোক্তার নিকট ব্যবহার উপযোগীভাবে পৌছে যায়

সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ কি?
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শেকল ব্যবস্থাপনার মধ্যে রয়েছে পন্য সংগ্রহের একটি সুষ্ঠু পরিকল্পনা, পন্য ক্রয় বা সংগ্রহ, পন্য সজ্জিতকরণ বা শ্রেণীবদ্ধকরণ, পন্য স্থানান্তর, পন্য মজুদকরণ, পন্য সরবরাহ, পন্য বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা। সাধারণভাবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শেকল ব্যবস্থাপনা বলতে আমরা পন্য সরবরাহ বুঝলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শেকল ব্যবস্থাপনার পারিভাষিক অর্থে একটি পন্যের প্রাথমিক উৎস থেকে বিভিন্ন পক্রিয়ার মাধ্যমে মানুষের নিকট সেটিকে পৌঁছে দেয়াই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শেকল ব্যবস্থাপনা। তবে আধুনিক কালে পন্য শুধু সরবরাহ করলেই হবেনা। পন্যের মান এবং প্রতিশ্রুত সময় রক্ষা করা পন্য সরবরাহের গুরুত্বপূর্ণ শর্ত। এমনকি বিক্রয় পরবতী সেবাও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শেকল ব্যবস্থাপনার অর্ন্তভূক্ত।

সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিষয়আশয়
• Inventory Management
• Channel Management
• Financial Management
• Payment Management
• Distribution Management
• Transportation Management
• Supplier Management
• Customer Service Management

সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সম্ভাবনা
অনেকগুলো কারণে আমাদের দেশে কমার্স এর ভবিষ্যৎ খুবই আলোকিত। আর সে একই কারণে সাপ্লাই চেইনের চাহিদা বাড়ছে। যেমন:
. প্রচুর শিক্ষিত বেকার শ্রেণী যারা চাকুরী বাজারের জটিলতার কথা ভেবে আত্মকর্মসংস্থানের কথা ভাবছে তারা কমার্সের দিকে প্রবল আগ্রহী হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে চলতি বছর দু হাজার তরুন কমার্স উদ্যোগে যোগ দেবে এবং পরবর্তী বছরগুলোতে এই সংখ্যা আরো বেশীহারে বাড়তে থাকবে।
. বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থায় গতি, সহজ লেনদেন পদ্ধতি, ইন্টারনেটের গ্রাহকবৃদ্ধি, স্মার্টফোনের ব্যাপক ব্যবহার ইত্যাদি কারণে কমার্স ব্যবসার অপার সম্ভাবনা দেখা দিয়েছে।
. বিশ্বব্যাপী কমার্স ব্যবসার সাফল্য, বাংলাদেশে ক্রেতা সাধারণের কমার্স এর প্রতি আগ্রহ বৃদ্ধি এবং কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোক্তা সহায়ক নানা কর্মসূচীর কারণে খাত দ্রুত বিকাশ লাভ করছে।
. আমাদের দেশ এমনসব পন্য রয়েছে যা চাহিদা সত্বেও সরবরাহ অপ্রতুল আবার এমনসব পন্য রয়েছে যা জনসাধারণ ঘরে বসেই পেতে পারে এসব কারনেও কমার্স এর উজ্জল সম্ভাবনা বিদ্যমান।
. আর সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, ক্রেতার আস্থা অর্জণ সহজ লেনদেন পক্রিয়া নিশ্চিত করলে ব্যবসায় রাতারাতি একটা বিপ্লব ঘটতে পারে।
এসমস্ত কারণে সাপ্লাই চেইন ম্যানেজারের প্রয়োজনীয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কৃষি বাজার, সুপারশপ ইত্যাদি ক্ষেত্রে দক্ষ সরবরাহ ব্যবস্থাপকের প্রয়োজনীয়তা রয়েছে

এসসিএম পেশাজীবিদের ভবিষ্যৎ
আমাদের দেশ কৃষিভিত্তিক এখন বৈদেশিক অর্থনীতিটা গার্মেন্টস রেমিটেন্স নির্ভর। তাই সবসময় দক্ষ এসসিএম এর প্রয়োজনীয়তা এখানে ছিলো। কৃষিভিত্তিক বাজার ব্যবস্থায় এখানে বিভিন্ন ধরনের সাপ্লাই চেইন আগেই গড়ে ওঠেছিলো। এক্ষেত্রে গ্রামীণ বাজার, দাদন ব্যবসায়, মহাজনী সুদ প্রথায় শত বছর ধরে তা চলে আসছিলো। এবং সেটা ছিলো বিভিন্ন ভাগে বিভক্ত এক এক পেশার লোকেরা এক এক অংশ নিয়ন্ত্রণ করতো যেমন কৃষক তার উৎপাদিত পন্য বাজার পর্যন্ত নিয়ে আসতো। গ্রামের বাজার থেকে সে পন্য মধ্যস্বত্বভোঘীরা ক্রয় করে মজুদ করতো এবং বাজারে বিক্রয় করতো।সেখান থেকে প্রকৃত বিক্রেতারা তা ভোক্তাদের হাতে তুলে দিত। ফলে পেশাদারী সাপ্লাই চেইন নির্বাহীর প্রয়োজন সেভাবে দেখা দেয়নি। এখন বর্তমানে পক্রিয়া বহাল থাকলেও ব্যবসা বানিজ্যে ভিন্নতা আসায় বিভিন্ন প্রতিষ্ঠান উৎস থেকে পন্য সরবরাহ করে নিজেরাই পক্রিয়ার মাধ্যমে জনসাধারণের হাতে তুলে দেওয়ার পুরো কজটাই করছে। এজন্য প্রতিনিয়তই এধরনের পেশাজীবির চাহিদা বাড়ছেfavicon59-4

Sharing is caring!

Leave a Comment