বিশ্ব ব্যাংকে ফেলোশিপ

বিশ্ব ব্যাংকে ফেলোশিপ

  • ক্যারিয়ার ডেস্ক

রবার্ট এস এমসি নামারা (আরএসএমএফপি) স্নাতকোত্তর ফেলোশীপের জন্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের কাছে প্রতি বছর প্রস্তাব আহ্বান করে বিশ্ব ব্যাংক। আবেদনকারীর নিজ দেশ ব্যতিত বিশ্ব ব্যাংকের সদস্য দেশসূহের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠানে পূর্ণ সময় অধ্যায়ন অথবা স্নাতকোত্তর লেভেলে অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে গবেষণা করতে পারেন। প্রতি বছর অক্টোবর হতে এ আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং শেষ হয় নভেম্বরে।

আরএসএমএফপি ১৯৮২ সালে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ, চীন, ভারত, কুয়েত, নাইজেরীয়া, পাকিস্তান, পেরুসহ ২.৮ মিলিয়ন ডলার দিয়ে এ তহবিল শুরু করা হয়।

কোর্স লেভেল:
পিএইচডি গবেষণার জন্য নিজ দেশ অথবা বসবাসের দেশ ছাড়া বিশ্ব ব্যাংকের অন্তর্ভূক্ত যে কোন দেশে করা যাবে।

পড়ার বিষয়:
অর্থনীতির উন্নয়নের জন্য এ ফেলোশীপ প্রদান করা হচ্ছে। স্কলারশীপ প্রদানের জন্য ২৫,০০০ ডলার (ইউএস) প্রদান করা হবে। যাতে তারা বিশ্ব ব্যাংকের অন্তর্ভূক্ত দেশের সীকৃত গবেষণা অথবা উন্নত প্রতিষ্ঠানে একজন তত্বাবধায়কের অধীনে উন্নয়ন সম্পর্কিত গবেষণা করতে পারে। এ স্কলারশীপ ৬-১০ মাসের মধ্যে শেষ হবে।

যোগ্যতা:
# বিশ্ব ব্যাংকের উন্নয়নশীল দেশের নাগরিকত্ব থাকতে হবে।
# দুই দেশের নাগরিকত্ব গ্রহণযোগ্য হবে না।
# আবেদনের সময় আবেদনকারীকে অবশ্যই এ ব্যাংকের সদস্য দেশের কোন প্রতিষ্ঠানে গবেষণায় বর্তি হতে হবে।
# আবেদনের শেষ তারখি হতে আবেদনকারীর বয়স অবশ্যই ৩৫ এর কম হতে হবে।
# আবেদনের সময় গবেষণার জন্য সকল কোর্স কাজ এবং পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন রাখতে হবে।
# পিএইচডি উন্নত গবেষণা প্রতিষ্ঠান থাকতে হবে।

জাতীয়তা:
বিশ্ব ব্যাংকের অন্তর্ভূক্ত দেশের যে কেউ এ ফেলোশীপের জন্য আবেদন করতে পারবেন।

কলেজে ভর্তির যোগ্যতা:
নির্দেশিত দেশের পিইচডি গবেষণায় ভর্তি হতে হবে। কোন দেশের বিশ্ববিদ্যালয়ে কোন ভাষা প্রযোজ্য তা দেখে আবেদনকারীকে আবেদন করতে হবে।

যেভাবে আবেদন করা যাবে:
যখন এ স্কলারশীপের জন্য আবেদন চাওয়া হবে তখন এ সম্পর্কিত নির্দেশনা, অনলাইনে আবেদন এবং চুড়ান্ত নির্দেশিকা তাদের সাইটে দেওয়া হবে।

চুড়ান্ত আবেদন ফর্ম:
# হোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণার উপদেষ্টার সুপারিশ ফর্ম অনলাইনে জমা দিতে হবে।
# পিইচডি থিসিসের তত্তাবধায়কের সুপারিশ জমা দিতে হবে।
# সকল নির্ধেশনা সম্পন্ন করে অনলাইনে আবেদন করতে হবে। কোনভাবেই মেইল, পোস্ট কিংবা অন্য কোন উপায়ে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।favicon59-4

Sharing is caring!

Leave a Comment