শিক্ষার্থীদের ওয়েবসাইট ‘ক্লিফস নোটস’

শিক্ষার্থীদের ওয়েবসাইট ‘ক্লিফস নোটস’

  • ক্যারিয়ার ডেস্ক

গণিতের সাধারণ সমস্যা থেকে জ্যোতির্বিজ্ঞানের সাধারণ ধারণা, বলতে গেলে সবই পাবে ক্লিফফ নোটসে বিষয়ের দীর্ঘ তালিকায় আছে হিসাববিজ্ঞান, বীজগণিত, জীববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ক্যালকুলাস, রসায়ন, অর্থনীতি, ইংরেজি, সায়েন্সকী নেই! পড়তে হলে www.cliffsnotes.com লিখে ঢুকে পড়ো ওয়েবসাইটে

ওয়েবসাইটে ঢুকলেই ওপরে চারটি বাটন পাবেলিটারেচার নোট, টেস্ট প্রিপারেশন, স্টাডি গাইড স্টুডেন্টস লাইফ সবচেয়ে উপকারী ট্যাব স্টাডি গাইড এখানেই দেখাবে বিষয়ের বিশাল তালিকা পছন্দের বিষয়ে ক্লিক করলেই আসবে অধ্যায়গুলো অধ্যায় পছন্দ করার পর টপিকগুলোর তালিকা দেখানো হবে প্রতিটি টপিকেরই আলাদা ব্যাখ্যা করা আছে ওয়েবসাইটটির প্রতিষ্ঠা করেন ক্লিফটন কিথ হিলগাস তিনি এক সময় একটি বইয়ের দোকানে কাজ করতেন ওয়েবসাইটটি তিনি একটি দাতব্য স্টাডি গাইড হিসেবেই বানান এখানে পাঠ্যবই ছাড়াও সারা বিশ্বের নানা বইয়ের নোট দেওয়া হয় যেটি পাওয়া যাবে লিটারেচার নোট ট্যাবে টেস্ট প্রিপারেশন ট্যাবে পাওয়া যাবে স্যাট, জিআরই, জিম্যাটসহ নানা আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতির প্রয়োজনীয় গাইড টেস্ট প্রিপারেশনের জন্য আলাদা করে আছে অ্যান্ড্রয়েড অ্যাপও ক্লিফস নোট লিখে গুগল প্লেস্টোর থেকে নামিয়ে নিতে পারো অ্যাপটি

স্টুডেন্ট লাইফ ট্যাবে ছাত্রজীবনের নানা প্রশ্নের জবাব সহজ ভাষায় দেওয়া আছে। যেমন আমরা অনেকেই ফ্র্যাঙ্কেস্টাইনের দৈত্যের কথা জানি। কিন্তু মনে প্রশ্ন জাগতে পারে ফ্রাঙ্কেস্টাইন কেন দৈত্য তৈরি করেছিলেন? এমন সব জিজ্ঞাসার জবাবও মিলবে ক্লিফস নোটেfavicon59-4

Sharing is caring!

Leave a Comment