সিভিতে চাই অভিনবত্ব

সিভিতে চাই অভিনবত্ব

মো. সাইফ : ভালো চাকরিতে আবেদন করার পুর্বশর্ত একটি ভালো সিভি রেডি করা। আপনার যোগ্যতা কতটুকু সেটা ফুটিয়ে তোলার জায়গা হচ্ছে আপনার সিভি। গতানুগতিক ধারার বাইরে এসে সিভি তৈরিতে আনা চাই অভিনবত্ব। চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যা আপনার সিভিকে করে তুলতে পারে আকর্ষণীয়।


১. অপ্রাসঙ্গিক তথ্য পরিহার

  • যিনি আপনাকে চাকরি দিবেন তাকে যদি এতগাদা তথ্যের ভেতর থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করতে হয় এটা হবে তার জন্য খুবই বিরক্তিকর। সিভি পড়েই তিনি হয়ত একটা নেতিবাচক ধারনা করে ফেলবেন আপনার সম্পর্কে। তাই চাকরির বিজ্ঞাপনে যা চাওয়া হয় সেটার প্রতিফলন থাকতে হবে আপনার সিভিতে। কখনোই চাকরির সাথে সম্পর্কিত নয় এমন কিছু সিভিতে দেওয়া উচিত নয়। উদাহরনস্বরূপ, যদি আপনি একজন সেলস ম্যান পদে আবেদন করেন সেক্ষেত্রে প্রথমে সেলস ম্যান হিসেবে আপনার অভিজ্ঞতা থাকলে সেটা দিয়ে শুরু করাটাই ভালো আইডিয়া হতে পারে।

২. কৌশলী উপস্থাপনা

  • অনেকে সিভিতে সব তথ্য এক পৃষ্ঠায় দিতে গিয়ে সিভির আকর্ষণ নস্ট করে ফেলেন। সিভিতে অযথা বেশি তথ্য না দিয়ে অল্প কথায় তথ্য গুলকে সংযোজন করে দেওয়া উচিত। সিভির ফন্ট সাইজ বেশি ছোট কিংবা বেশি বড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখুন। একটি সিভিকে অনেকভাবেই উপস্থাপন করা যায়। কাজের সাথে মিল রেখে যতটা আলাদাভাবে সিভিকে উপস্থাপন করা যাবে চাকুরিদাতাকে ততই মুগ্ধ করা সম্ভব হবে।

shutterstock-cv৩. ছোট বাক্য, সুনির্দিস্ট তথ্য

  • আপনার যোগ্যতা ও অভিজ্ঞতাকে স্বল্প বাক্যে তুলে ধরুন সিভিতে। যে কাজে আপনার অভিজ্ঞতা খুব একটা নেই অথবা যেসব ক্ষেত্রে আপনার দক্ষতা কম সেগুলো সিভিতে দেওয়া থেকে বিরত থাকুন। দেখা যায়, অনেকেই সিভিতে কম্পিউটার লিটারেসিতে নিজেকে দক্ষ হিসেবে দাবি করে, পরবর্তীতে ভাইভায় দেখা যায় তেমন কিছুই জানে না কম্পিউটার প্রোগ্রাম সম্পর্কে। সিভি লিখার সময় খুব কঠিন শব্দ না ব্যবহার করে প্রচলিত এবং শ্রুতিমধুর শব্দ বাছাই করা উত্তম। সুনির্দিষ্ট তথ্য সুন্দর শব্দচয়ন দিয়ে সিভিকে করুন আকর্ষণীয়।

৪. চিন্তাশীল হোন

  • যিনি আপনার সিভিকে মুল্যায়ন করবেন তিনিও আপনারই মতো একজন সাধারণ মানুষ। নিজেকে তার জায়গায় কল্পনা করুন। চিন্তা করে বের করুন কী যোগ্যতা থাকলে আপনি এই চাকরিতে কাউকে নিযুক্ত করবেন। নিজের মধ্যে সেই যোগ্যতা আছে কিনা দেখুন। সিভিতেও সেটাই তুলে ধরুন সহজ ও সংক্ষিপ্তভাবে। সিভিতে সেই অংশের উপরই জোর দিন যা আপনার প্রত্যাশিত চাকুরির আবেদনের সাথে সংগতিপূর্ণ থাকে।

একটি আকর্ষনীয় এবং সুনির্দিষ্ট তথ্য সমৃদ্ধ সিভিই আপনাকে অন্য প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে। ছোট ছোট কিছু ব্যাপার মাথায় রেখে সিভি তৈরি করতে পারলেই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজের অবস্থান জানান দেওয়া সম্ভব হবে, মিলবে চাকরির সুযোগও।

বিজনেস ইনসাইডার অবলম্বনেfavicon59

Sharing is caring!

Leave a Comment