ধনী হওয়ার পঞ্চতন্ত্র

ধনী হওয়ার পঞ্চতন্ত্র

সাবরিনা তাবাসসুম : সম্পদশালী বলতে শুধু আর্থিক স্বাধীনতা লাভ করা বোঝায় না। একজন সফল ধনী ব্যক্তি তিনিই যিনি আর্থিক স্বাধীনতা লাভ করার পাশাপাশি সেটা উপভোগ করতেও শিখেন। আপনি যদি আর্থিকভাবে স্বচ্ছল হতে চান তাহলে নিচের পাঁচটি উপায় অনুসরণ করতে পারেন।


১. হতে হবে উৎপাদনকারী

  • ক্রেতা বা ভোক্তা না হয়ে নিজেকে উৎপাদনকারীতে রূপান্তরিত করুন। যেমন একজন ভোক্তা পিৎজা খাবেন আর একজন উৎপাদনকারী সেটা প্রস্তুত করবেন। একজন ভোক্তা সিনেমা উপভোগ করবে কিন্তু একজন প্রয়োজক সিনেমা তৈরি করবে। চাকরি খোঁজার চাইতে চাকরিদাতা হিসেবে নিজেকে প্রস্তুত করুন। সব লাখপতিদের দেখবেন যে তারা প্রত্যেকেই উৎপাদনকারী এবং শুধুমাত্র তারাই ধনী হতে সক্ষম হন।

2010.08.12-billionaire২. দৈনিক আয়ের লক্ষ্য নির্ধারণ

  • আপনি কি জানেন দৈনিক কতটুকু আয় করার যোগ্যতা আপনার আছে? বছরে প্রায় ২৫০টি কার্যদিবস যদি পাওয়া যায় এবং আপনি যদি প্রতিদিন ৫০০ টাকা আয় করার লক্ষ্য ঠিক করতে পারেন তাহলে এক বছরে আপনি প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা আয় করতে পারবেন। আপনি দৈনিক যতটুকু আয় করছেন চেষ্টা করুন সেটা দ্বিগুণ করার। আপনি যদি দ্বিগুন চেষ্টা বা পরিশ্রম করেন তাহলেই সম্ভব দ্বিগুণ আয় করা। যেমন আপনি যদি বেবি সিটিংয়ের কাজ করে থাকেন তাহলে ১টি শিশুর দায়িত্ব না নিয়ে আপনি ৫০টি শিশু নিয়ে ডে কেয়ার সেন্টার শুরু করার কথা ভাবতে পারেন।

৩. ছোট স্বার্থ পরিত্যাগ

  • দারিদ্র না বুঝলে আপনি কখনো ধনী হতে পারবেন না। সর্বোচ্চ পর্যায়ে যেতে চাইলে সবচেয়ে খারাপ অবস্থাটাও আপনাকে আগে বুঝে নিতে হবে। বড় বড় লক্ষ্যগুলোকে অর্জন করতে চাইলে অনেক সময় ছোট ছোট স্বার্থগুলোকে ত্যাগ করতে হবে। যখনই কোনো উদ্যেগ নিবেন, সবার আগে দুটি প্রশ্ন করুন নিজেকে।

এক. এই উদ্যেগ বা ঝুঁকি গ্রহণের ফলে সবচেয়ে খারাপ কী হতে পারে? দুই. এই ঝুঁকি গ্রহণের ফলাফল হিসেবে সবচেয়ে ভালো কী হতে পারে?

৪. নেতিবাচকতাকে ‘না’

  • নেতিবাচক মানুষ এবং নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকুন। এমন অনেকেই রয়েছেন যারা নেতিবাচক মানুষদের মাঝে থাকেন। তারা বুঝতেও পারেন না যে ওই ধরনের পরিবেশের ছোট ছোট অসম্মানজনক ঘটনা তাদের সফলতার জন্য কত বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই ইতিবাচক মানষের সঙ্গে মিশুন, ইতিবাচক পরিবেশে থাকুন।

৫. কাজে লাগাতে হবে নিজের প্রতিভা

  • সবার ভেতরেই কিছু না কিছু প্রতিভা থাকে। কিন্তু অর্থের অভাবে কিংবা অন্যান্য সামাজিক প্রতিকূলতার কারণে অনেকেই নিজের প্রতিভা প্রকাশ করতে পারেন না। জীবনে প্রতিকূলতা থাকবেই, তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। টিকে থাকতে হবে এই চিন্তা না করে চিন্তা করুন আপনাকে আরো উন্নতির পথে এগিয়ে যেতে হবে।

এন্টারপ্রেনার অবলম্বনে

Sharing is caring!

Leave a Comment