বৈদেশে বিদ্যার্জন

বৈদেশে বিদ্যার্জন

মো. সাইফ : খুব কম শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাবে যারা পড়ালেখার জন্য দেশের বাইরে যেতে চায় না। বাংলাদেশে পড়ালেখার পাঠ চুকিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্যে ভালো একটি দেশে পাড়ি জমানো অনেকেরই সুপ্ত বাসনা। যারা মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি নিতে দেশের বাইরে যেতে চান তাদেরকে এগোতে হবে পরিকল্পনামাফিক। এখন থেকেই নিতে হবে প্রস্তুতি।


১. আন্ডারগ্র্যাজুয়েটের রেজাল্ট

অনেকেই বলে থাকেন, সিজিপিএ কম হলে কোথাও সুযোগ পাওয়া যায় না।আদতে কথাটা সত্য না হলেও চেস্টা করতে হবে আশানুরূপ ফলাফল অর্জন করতে। পড়ালেখা করে রেজাল্ট ভালো করার সুযোগ থাকলে সেটাই করা উচিৎ সবার প্রথমে।

২. আগ্রহের জায়গা খুঁজে বের করা

অসংখ্য বিষয় নিয়ে পড়ার সুযোগ এবং হাজারো রকমের বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ রয়েছে। এর মধ্যেই আপনাকে খুঁজে নিতে হবে আপনার আগ্রহটি ঠিক কোন বিষয়ের প্রতি রয়েছে, কিংবা আপনি কোন বিষয়ের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি নিতে চান।

৩. বিশ্ববিদ্যালয় বাছাই করা

আপনি যে বিষয়ে ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক সে বিষয়টি কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোর্স তালিকায় রয়েছে সেটি খুঁজে বের করতে হবে। গুগলের সাহায্য নিয়ে এ কাজটি খুব স্বল্প সময়েই করা যাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি প্রক্রিয়ার জন্য আলাদা নিয়মাবলি এবং দিক নির্দেশনা দিয়ে থাকে ছাত্র-ছাত্রীদের জন্য। ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে তথ্যগুলো।

৪. ভাষা-দক্ষতার সনদ

ইংরেজিতে বলতে ও লিখতে পারার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা হচ্ছে আইইএলটিএস এবং টোয়েফল। এই দুটির মধ্যে যেকোনো একটির সনদ লাগবে পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য। তাই এখন থেকেই ইংরেজিতে নিজের অবস্থানকে করা চাই পাকাপোক্তভাবে। ভালো স্কোর উঠাতে পারলে আবেদনের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে বহুগুণ।

৫. সহ-শিক্ষা কার্যক্রম

শুধুমাত্র সিজিপিএ দিয়ে একজন শিক্ষার্থীকে যাচাই করার দিন শেষ বলা যায়, অন্তত উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে চাইলে শুধু সিজিপিএ নয় থাকবে সহ-শিক্ষা কার্যক্রমে সফল উপস্থিতি। তাই আন্ডারগ্র্যাজুয়েট লেবেল থেকেই বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ওয়ার্কশপ, ব্যবিসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা, বিজ্ঞান মেলাসহ বিবিধ কর্মকাণ্ডে জড়িত থেকে অভিজ্ঞতার ঝুলি বড় করতে হবে। দিনশেষে এই অভিজ্ঞতাগুলোই আপনাকে আলাদা করে তুলবে অন্যদের থেকে।favicon59

Sharing is caring!

Leave a Comment