ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

  • রবিউল কমল

এসএসসির পর পরই ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হতে পারে একজন শিক্ষার্থীর পছন্দের বিষয়। দেশিয় গার্মেন্টস শিল্পের অবস্থা আজ দেশে এবং বিশ্বে স্বীকৃত। এখানে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ। তৈরি পোশাক শিল্পের অর্থাত্ গার্মেন্টস ইন্ডাস্ট্রির পেছনে রয়েছে আরো অনেক শিল্প যা এ শিল্পের উপকরণ যোগায়। পোশাক শিল্প চলে কিছু ধারাবাহিক প্রক্রিয়ায়। এ শিল্পে প্রথম তৈরি হয় সুতা, তারপর কাপড় (ফেব্রিক), পরে ডাইং, ফিনিশিং হয়ে আসে গার্মেন্টস এ। এসব প্রক্রিয়ার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন শিল্পকারখানা। যেমন সুতা তৈরির মিল হল স্পিনিং মিল, কাপড় তৈরির মিল হল নিটিং ও উইভিং মিল, ফিনিশিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট এর জন্য ডাইং মিল। এগুলো হল টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়ন্ত্রিত শিল্প। তাছাড়া রয়েছে ফ্যাশান হাউস, বাইং হাউস, বিভিন্ন মার্কেটিং গ্রুপগুলোর মধ্যে বিভিন্ন টেক্সটাইল কেমিক্যালের ব্যবসা অন্যতম। এক সময় ফ্যাশন ডিজাইন ও ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশের জন্য খুব পরিচিত ছিল না। কিন্তু এখন এ দেশেও গোব্লাল ব্র্যান্ড তৈরি হচ্ছে।

কর্মক্ষেত্র

যেখানেই বস্ত্র এবং বস্ত্র সংশ্লিষ্টতা রয়েছে সেখানেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মস্থল। দেশে প্রতি বছর নতুন নতুন অনেক টেক্সটাইল কারখানা স্থাপিত হচ্ছে। আর তাই সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র। সাধারণত একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যেসব কারখানায় চাকরি করতে পারেন। যেমন— শিল্প কারখানার মধ্যে জুট, কার্পেট, স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং প্রিন্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি, ফিনিশিং এবং গার্মেন্টস ও গার্মেন্টস এক্সেসরিজ মিলস ইত্যাদি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাকরি করার সুযোগ রয়েছে। ট্রেড ও কমার্সের মধ্যে মার্চেন্ডাইজিং, সুপার স্টোর, বিক্রয় নির্বাহী, শিল্প ব্যাংক এবং টেক্সটাইল দ্রব্যাদি আমদানি ও রফতানিকারক প্রতিষ্ঠানে টেক্সটাইল উপ-সহকারী ইঞ্জিনিয়ার বা উচ্চপদে চাকরি করতে পারেন।

ড্যাফোডিল পলিটেকনিক ইনষ্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
ড্যাফোডিল পলিটেকনিক ইনষ্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ

ভর্তির যোগ্যতা

এসএসসির পর চার বছর মেয়াদি এই কোর্সটিতে আবেদন করতে হলে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ-৩ সহ প্রার্থীকে অবশ্যই এসএসসিতে ন্যূনতম জিপিএ-৩.৫ পেয়ে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি তথ্য অনুযায়ী এই কারিগরি প্রতিষ্ঠানগুলোয় আবেদন করতে পারেন চলতি বছর বাদেও পূর্ববর্তী দুই বছরে এসএসসি বা সমমান পাস করা শিক্ষার্থীরা। সারা দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ১১ হাজার আসন রয়েছে।

কোথায় পড়বেন 

দিনাজপুর, বরিশাল, ময়মনসিংহে আছে সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট। প্রতিটি ইনস্টিটিউটে আসন আছে ৮০টি। বেসরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের আছে এ বিষয়ে পড়ার সুযোগ। ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কোর্স করে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়া যাবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

ড্যাফোডিল পলিটেকনিক ইনষ্টিটিউট

বেসরকারি প্রতিষ্ঠান ড্যাফোডিল পলিটেকনিক ইনষ্টিটিউট এই বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি প্রদান করে থাকে। যোগাযোগ : ড্যাফোডিল পলিটেকনিক ইনষ্টিটিউট, বাড়ি নং- ২/বি, রোড নং- ১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ইমেইল : info@bsdi-bd.org, ওয়েব : www.bsdi-bd.org ফোন : +৮৮ ০২ ৮১১০৮১৮, ৮১৫১৬৭১, ৯১৪৩২৬১ মোবাইল : +৮৮ ০১৭১৩৪৯৩২৪৬, ০১৭১৩৪৯৩২৪৩।

সূত্র : কালের কণ্ঠ, ইত্তেফাক, প্রথম আলো। favicon59

Sharing is caring!

Leave a Comment