এমবিএ পড়ুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

এমবিএ পড়ুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

  • রবিউল কমল

বর্তমান তরুণ প্রজন্মই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আর একটি আধুনিক সমৃদ্ধশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া তখনই সম্ভব, যখন দেশটির বেশিরভাগ জনগোষ্ঠী আধুনিক শিক্ষায় শিক্ষিত। প্রতিটি শিক্ষার্থীরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার পর নিজের পছন্দসই বিষয় নিয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা। এরপর যে বিষয়েই স্নাতকোত্তর করুক না কেন, শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্য থাকে প্রফেশনাল কোর্স করার। এমবিএ তেমনই এক প্রফেশনাল কোর্স, যা একজন শিক্ষার্থীকে উজ্জ্বল ক্যারিয়ার গড়তে সহায়তা করবে। 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি : বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি । ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমবিএ প্রোগ্রামে আবেদনের জন্য একজন শিক্ষার্থীর যেসব যোগ্যতা থাকা প্রয়োজন তা হলো- চার বছর মেয়াদি ব্যাচেলর অথবা তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিভাগে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে আবেদনকারীকে। অন্তত দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সব বোর্ড পরীক্ষায় নূ্যনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে আবেদন করার জন্য শিক্ষার্থীর চার বছর মেয়াদি ব্যাচেলর অথবা তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। সব পরীক্ষায় নূ্যনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে http://daffodilvarsity.edu.bd । ইমেইল : info@daffodilvarsity.edu.bd । যোগাযোগ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১০২, শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৭ এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় টেলিফোন নাম্বার সমূহঃ ৯১৩৮২৩৪-৫, ৯১১৬৭৭৪, ৮১৩০৮৬৪, মোবাইলঃ ০১৭১৩৪৯৩০৫০-১, ০১৮১১৪৫৮৮৭৮ ফ্যাক্সঃ ৮৮-০২-৯১৩১৯৪৭।

এছাড়া আরও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেখানে এমবিএ করার সুযোগ আছে। এর মধ্যে অন্যতম হলো ব্র্যাক ইউনিভার্সিটি,ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, এআইইউবি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ইউআইইউ, বিইউপি, এইউএসটি, সাউথইস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউল্যাব, স্টামফোর্ড, ইউআইটিএস প্রভৃতি।

খরচ : ভালোমানের ভার্সিটিগুলোতে এমবিএ/ইএমবিএ প্রোগ্রামে একজন শিক্ষার্থীর খরচ পড়বে ২ লাখ ২০ হাজার থেকে প্রায় ৪ লাখ টাকা পর্যন্ত। তবে ভার্সিটিভেদে এর তারতম্য ঘটতে পারে। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই থাকছে বৃত্তির সুযোগ। অনেক শিক্ষার্থীই স্নাতক/ স্নাতকোত্তর শেষ করে চাকরি করে। চাকরির পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে এমবিএ/ইএমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। এই জ্ঞান অর্জন একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সমৃদ্ধ ক্যারিয়ার গড়তে সহায়তা করবে। তাই আর সময় নষ্ট না করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এখনই উচিত, এ প্রফেশনাল ডিগ্রিটি অর্জন করার। এর বাইরেও আরও কিছু পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ করার সুযোগ আছে।favicon59

Sharing is caring!

Leave a Comment