দুর্যোগ ব্যবস্থাপনায় উচ্চশিক্ষা

দুর্যোগ ব্যবস্থাপনায় উচ্চশিক্ষা

  • রবিউল কমল

বিশ্বের কাছে বাংলাদেশের পরিচিতি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে। পাশাপাশি এদেশে মনুষ্যসৃষ্ট দুর্যোগের প্রভাবও কম নয়। প্রতি বছর দক্ষ জনবল, প্রশিক্ষিত কর্মীর অভাবে দুর্যোগ জনিত কারণে দেশে যে ক্ষয়-ক্ষতি হয় সেগুলো সঠিকভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয় না। সার্বিক পরিস্থিতিতে তাই বাংলাদেশে ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে।

কাজের ক্ষেত্র

দুর্যোগ বিষয়ে উচ্চ শিক্ষার গুরুত্ব প্রতিনিয়ত বেড়ে চলছে। শিক্ষার্থীরা এ বিষয়ে কোর্স করে বাড়িয়ে তুলতে পারেন নিজের যোগ্যতা। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ ও দুর্যোগ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, আর্মড ফোর্স প্রভৃতি বিভাগের কর্মীরা এ বিষয়ে কোর্স করতে এখন অনেক বেশি আগ্রহী। এ বিষয়ের যোগ্য শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি সুযোগ পাচ্ছেন নানাবিধ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এনজিও, ডোনার এজেন্সি, একাডেমিক ও রিসোর্স ইনস্টিটিউটসহ প্রভৃতি ক্ষেত্রে। এছাড়াও এ বিষয়ে শিক্ষালাভ করে শিক্ষার্থীরা, ডিজাস্টার, সাইক্লোন শেল্টার ডিজাইন, রেসিস্টেন্ট বিল্ডিং তৈরি, দুর্যোগপ্রবণ এলাকায় ত্রাণ ও সাহায্য ব্যবস্থাপনা, টিমওয়ার্ক বিল্ডিং প্রভৃতি ক্ষেত্রে দক্ষ হয়ে এ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার গড়তে পারেন।

কোথায় পড়বেন

সরকারি বিশ্ববিদ্যালয় : দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হচ্ছে। কিন্তু বিষয়টির চাহিদা বাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে চালু হয়েছে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ।

স্বতন্ত্র এই ইনস্টিটিউটের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) পড়ার সুযোগ তৈরি হয়েছে। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাঠের সুযোগ তৈরি হয় ২০০৯ সাল থেকে। সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড   ভালনারেবিলিটি  স্টাডিজ (সিডিভিএস) থেকে কোর্সটি পরিচালিত হয়।এখানে শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী ৪৫ দিনের সার্টিফিকেট কোর্স, ৬ মাসের ডিপ্লোমা কোর্স এবং ২ বছর মেয়াদি মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারেন। এ ছাড়া এখানে স্নাতকোত্তর ও ডিপ্লোমা চালু রয়েছে আগে থেকেই।

যাঁরা পরিবেশ ও দুর্যোগ বিষয়ে কাজ করছেন, তাঁদের মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) কোর্সটি বেশি সাহায্য করবে। আবেদনপত্রের মূল্য ৮০০ টাকা। ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সন্ধ্যাকালীন এই কোর্সটিতে চার সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করতে খরচ হবে ৫০ হাজার টাকা। স্নাতকোত্তর শ্রেণীতে মোট আসন ৪০টি।এ ছাড়া সার্টিফিকেট কোর্স করা যাবে ১৫ হাজার টাকায় এবং ডিপ্লোমা কোর্সে খরচ পড়বে ২৫ হাজার টাকা।

এখানে ভর্তি হওয়ার জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন করা হয়।

স্নাতকোত্তর পর্যায়ে ৬৪ ক্রেডিট আওয়ার মোট ১৬০০ নম্বরের ওপর পড়ানো হয় দুই বছর। যোগাযোগ: ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, প্রথম তলা, রুম নম্বর ১০৫৯, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯০০-৭৩, এক্স-৬৫৯৯, ০১৭২১৪৭২৬৩০। ই-মেইল: cdvs.sociodu@gmail.com , ওয়েবসাইট: www.univdhaka.edu ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করানো হয়। এই কোর্সে ভর্তি বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট বিভাগ থেকে। ঠিকানা: ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, কাজী মোতাহার হোসেন ভবন (অ্যানেক্স বিল্ডিং), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন: ৯৬৬১৯০০-৭৩, বর্ধিত: ৭২৪৬, ৭২৪৭, ৭২৫৪, মোবাইল: ০১৬৭২৯২০১৫৯, ০১৮১৩০৮৫০৮৩, ০১৭১৬৫৮১৬৯৪। ই-মেইল: duregstr@bangla.net ওয়েবসাইট:www.univdhaka.edu ।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্নাস ও মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারেন। ওয়েবসাইট-  http://www.pstu.ac.bd/c

বেসরকারি বিশ্ববিদ্যালয় : ব্র্যাক ২০০৫ সাল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ২টি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করেছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (www.bup.edu.bd) এ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এই বিষয়ে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি চালু আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।  যোগাযোগ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১০২, শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৭।  মোবাইল : ০১৭১৩৪৯৩০৫০। ওয়েব : www.daffodilvarsity.edu.bd ।

ভর্তির যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয় : স্নাতক সম্মানে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বাভাবিক নিয়ম প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে খ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

অন্যদিকে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে হলে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীধারী হতে হবে, আর পয়েন্টের ক্ষেত্রে ন্যূনতম ২.৫ সিজিপিএ থাকতে হবে। তবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই বছরের পাস কোর্স ডিগ্রিধারী বা তিন বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে তাঁদের যথাক্রমে দুই বছরের মাস্টার্স বা এক বছরের মাস্টার ডিগ্রি থাকতে হবে। যাঁরা মাস্টার্স বা অনার্স পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, তাঁরাও চাইলে এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি : ড্যাফোডিলে এই বিষয়ে স্নাতক সম্মান কোর্সে ভর্তি হতে হলে অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই সর্বনিন্ম জিপিএ ২.৫ থাকতে হবে। মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থী এই বিষয়ে ভর্তি হতে পারবে। favicon59

Sharing is caring!

Leave a Comment